অপারেশনের পর জাহ্নবীর এমন মুখ? ফাঁস করলেন এই প্লাস্টিক সার্জেন

গত ১২ই জুলাই সম্পন্ন হয়েছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিবাহ অনুষ্ঠান। তাদের বিয়ের অনুষ্ঠান নিয়ে বেশ কয়েক মাস ধরে চলছে হৈচৈ। দেশ ও বিদেশের তাবড়-তাবড় ব্যক্তিত্ব হাজির হয়েছেন মুকেশ ও নীতা আম্বানির ছেলের বিয়েতে। গোটা বলিউডকে হাজির থাকতে দেখা গিয়েছে প্রাক বিবাহ ও বিবাহের অনুষ্ঠানে। আর সেই অনুষ্ঠানে হাজির ছিলেন বলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুর।

আর এই বিয়েতে যোগ দিয়ে অনেকের সঙ্গেই দেখা হয়েছে তার। আর সেইসময় ছবি তুলতেও থামেননি তিনি। এবার তার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন ডাক্তার রাজ কানোডিয়া। আর সেই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “শতাব্দীর সবচেয়ে স্মরণীয় অনুষ্ঠান অনন্ত আম্বানি ও রাধিকার বিয়েতে আমন্ত্রিত হতে পেরে বিশেষভাবে সম্মানিত।”

তবে এই বিয়ের মধ্যে দিয়ে জাহ্নবী কাপুরের একটি বিষয় সামনে এসেছে। এর আগে বহুবার অনেকেই দাবি করেছেন জাহ্নবী কাপুর প্লাস্টিক সার্জারি করিয়েছেন। এমনকি তথ্য প্রমাণ দিয়ে সেই ছবি পোস্ট করা হয়েছে। এবার সেই আগুনে ঘি ঢাললেন ডঃ রাজ কানোডিয়া। হঠাৎই জাহ্নবী কাপুর রাইনোপ্লাস্টি করিয়েছেন এমন একটি পোস্টে তিনি লাইক করেছেন।

এদিকে আম্বানি বাড়ির বিয়েতে হাজির হয়েছিলেন ক্লোয়ি কার্দাশিয়ান। তিনি জানিয়েছেন, তিনি রাজ কানোডিয়ার থেকে রাইনোপ্লাস্টি করিয়েছেন। এদিকে রাজ কানোডিয়ার এমন কাজে বেশ বিরক্ত নেটিজেন। কারণ ভারতীয় আইন অনুযায়ী, কোনো স্বাস্থ্যসেবা সরবরাহকারী এবং এরকম কোনও সংস্থার কোনও প্রতিনিধি রোগীর সম্মতি ব্যতীত সুরক্ষিত তথ্য ভাগ করে নিতে পারে না। নাকের সৌন্দর্য্যের জন্য রাইনোপ্লাস্টির চল রয়েছে।

অনেক অভিনেত্রীর নিজের নাককে সুন্দর করার জন্য এই সার্জারী করিয়ে থাকেন। এদিকে জাহ্নবীও যে এই সার্জারীর সাহায্য নিয়েছেন তা যেনো আর প্রমাণিত হলো রাজের লাইক করা পোস্টের জন্য। আর তা নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে চারিদিকে। এদিকে বলিউডে জাহ্নবীর শেষ ছবি ছিলো ‘মিস্টার এন্ড মিসেস মাহি’। এই ছবিতে তাকে রাজকুমার রাওয়ের সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছে। এরপর জাহ্নবীকে দেখা যাবে তার আগামী ছবি ‘উলঝ’-এ।