পরিবারে এলো নতুন সদস্য। আর সেই আনন্দের হাওয়ায় ভাসছেন বিবার দম্পতি। সম্প্রতি বাবা হলেন জনপ্রিয় গায়ক জাস্টিন বিবার ও মা হলেন হেইলি। তাদের একটি পুত্র সন্তান জন্ম হয়েছে। আর সেই ছবি সমাজ মাধ্যমে শেয়ার করে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি। শুক্রবার পুত্রসন্তানের বাবা মা হন জাস্টিন ও হেইলি।
এদিন সোশ্যাল মিডিয়া নতুন সদস্যের পায়ের ছবি শেয়ার করতে দেখা গিয়েছে। পাশেই দেখা যাচ্ছে হেইলির আঙুল। ছোট্ট লালচে পা তোয়ালে থেকে উঁকি দিচ্ছে। ছবি প্রকাশ্যে এনে সোশ্যাল মিডিয়ায় ছেলের নাম জানিয়েছেন তারা। সেই ছবিতে তিনি লিখেছেন, “স্বাগত জ্যাক ব্লুজ বিবার।”
পাশে টেডি বিয়ারের ছবি রয়েছে। সমাজ মাধ্যমে এই ছবি পোস্ট করার পর তা ভাইরাল হয়ে গিয়েছে নিমেষেই। সকলেই নতুন সদস্য আসর আনন্দে বিবার দম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। জাস্টিনের অনুরাগীরা বেশ খুশি হয়েছেন এবং তারাও শুভেচ্ছা জানিয়েছেন।
হেইলি সোশ্যাল মিডিয়ায় চলতি বছরের মে মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর সকলের সঙ্গে ভাগ করে নেন। সেইসময় তিনি কিছু ছবি ও ভিডিও ভাগ করে নেন। কখন কীভাবে সময় কাটাচ্ছেন তা দেখতে পাওয়া গিয়েছে ছবিতে।
তবে হেইলি অন্তঃসত্ত্বা হওয়ার পর অনেক সংবাদমাধ্যম সন্দেহ প্রকাশ করে। হেইলি আদতেই অন্তঃসত্ত্বা কিনা তা নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন। কারণ সেইসময় হেইলির স্ফীতোদর ততোটাও প্রকাশ্যে আসেনি। তবে শেষের দিকে হেইলি মনস্থির করেন তিনি অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি প্রকাশ করবেন। আর তারপরই সবটা সকলের সামনে আনেন তিনি।