নারীশক্তির জয়জয়কার! ভারতের তরফ থেকে অস্কারের জন্য মনোনীত ‘লাপাতা লেডিজ’

ভারতের তরফ থেকে অফিশিয়ালভাবে অস্কারের জন্য মনোনয়ন লাভ করলো কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিজ’! যে খবর প্রকাশ্যে আসার পর থেকেই উচ্ছ্বসিত এই পরিচালক-প্রযোজক। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই সুখবর সকলের সাথে ভাগ করে নিয়েছেন তিনি। পাশাপাশি কৃতজ্ঞতা জানিয়েছেন সমস্ত কলাকুশালীদের প্রতি।

লিখেছেন, ”আমি ভীষণভাবে সম্মানিত এবং ভীষণই উচ্ছ্বসিত। কারণ, আমাদের সিনেমা ‘লাপাতা লেডিজ’ অফিশিয়ালভাবে ভারতের তরফ থেকে মনোনীত হয়েছে অস্কারের জন্য। যারা অক্লান্ত পরিশ্রম করে এই সিনেমাকে সকলের সামনে তুলে ধরেছেন তাদের জন্য এটি বিশেষ পাওয়া।”

‘সমস্ত হৃদয়কে একত্রিত করার জন্য সিনেমা বরাবরই শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেছে। এই সিনেমাটি ভারতে যেভাবে সকলের কাছে পৌঁছেছে আমি চাই সেটি সেরকমভাবেই গোটা বিশ্বে পৌঁছে যাক। এই সিনেমায় বিশ্বাস রাখার জন্য সমস্ত সদস্যদের কাছে আমি কৃতজ্ঞ।’

এখানেই শেষ নয় তিনি ‘আমির খান প্রোডাকশন’ এবং ‘জিও স্টুডিওস’কে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া তিনি এই বছর যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে তাদেরও প্রশংসা করেছেন। স্বাভাবিকভাবেই অস্কারের জন্য মনোনীত হওয়া অত্যন্ত সাফল্যের বিষয়, তাইতো নির্মাতা হিসেবে তিনি ভীষণই গর্বিত।

উল্লেখযোগ্য, এই সিনেমাটি মূলত প্রত্যন্ত গ্রামের দুই নববধূকে নিয়ে তৈরি। বিয়ের পর ভুল করে যাদের স্বামী পরিবর্তন হয়ে যায়। এরপর সেখান থেকে তারা কীভাবে দু’জনের গন্তব্যে পৌঁছায় তাই দেখানো হয়েছে। মূলত নারী ক্ষমতায়নের বিষয় নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা। ফলে সেটি আমাদের সমাজে শক্তিশালী বার্তা হিসেবে কাজ করেছে।