দু’বছর পুর্ণ করলো ‘মানিকে মাগে হিতে’, অসাধারণ ভঙ্গিমায় নাচ নোরার

দু’বছর পুর্ণ করলো ‘মানিকে মাগে হিতে’ গানটি। সম্প্রতি সেই উপলক্ষ্যে একটি ভিডিও তুলে ধরলেন অভিনেত্রী তথা নৃত্যশিল্পী নোরা ফাতেহি। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন তিনি। প্রতিদিনই তাকে বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করতে দেখা যায়। সেরকমই একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।

যেখানে দেখা যাচ্ছে টেক্সাসের একটি অনুষ্ঠানে নাচছেন ‘মানিকে মাগে হিতে’ গানে। নাচের সময় তার পরনে ছিল লাল রঙের পোশাক, চুল উঁচু করে বাঁধা। সাথে ক্যাপশনে লিখেছেন, ‘দুই বছর পূর্ণ হলো মানিকে মাগে হিতে’র।’ অসাধারণ ভঙ্গিমায় নাচ প্রদর্শন করতে দেখা গিয়েছে তাকে। মূলত বেলি ড্যান্সই করেছেন তিনি।

তার এই নাচ দেখার পর দর্শকদের উচ্ছ্বাস এটাই স্পষ্ট করে যে সেই নাচ ভীষণ উপভোগ করেছেন তারা। একসময় ইয়োহানির গাওয়া এই গানটি কী পরিমাণ জনপ্রিয় হয়েছিল তা আমরা সকলেই জানি। শ্রীলংকার এই শিল্পীর গাওয়া গানটি শোনেননি এমন মানুষ নেই বললেই চলে।

এই জনপ্রিয়তার কথা মাথায় রেখেই সেটি বলিউডেও ব্যবহার করা হয়েছিল। সেখানে নেচেছিলেন নোরা। ইতিমধ্যে সেই গান দুই বছর সম্পূর্ণ করলো। তাইতো সেটি সোশ্যাল মিডিয়ায় জানিয়ে এই পোস্টটি করেছেন তিনি। তার এই নাচ দেখার পর স্মৃতি রোমন্থন করেছেন ভক্তরা।

উল্লেখযোগ্য, কানাডার এই শিল্পী বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন পাকাপোক্তভাবে। মূলত নৃত্যশিল্পী হিসেবেই তাকে সিনেমায় দেখা যায়। এছাড়াও বিভিন্ন দেশে পৌঁছে যান তার নাচের কনসার্টের জন্য। সেরকমই একটি কনসার্টে পৌঁছেছিলেন টেক্সাসে।

আরও পড়ুন,
*‘শুধুমাত্র চোখ মুছবেন, নাক মুছবেন না’, অমিতাভের কথায় হেঁসে ফেললেন সকলে