এক বিবাহিত পুরুষের সাথে নাকি সম্পর্কে জড়িয়েছেন জনপ্রিয় দক্ষিণের অভিনেত্রী সাই পল্লবী! এমনই জল্পনা ভক্তমহলে। এই অভিনেত্রীকে নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। খুব কম সময়ে মধ্যেই তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন।
তাকে প্রথমবার দেখা গিয়েছিল ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেমাম’ সিনেমায়। এরপর একাধিক সিনেমায় দেখা গিয়েছে তাকে। যার মধ্যে অন্যতম হলো ‘কালি’, মিডল ক্লাস আব্বাই, ‘মারি ২’, ‘এনজিকে’, ‘গার্গী’ ইত্যাদি। পড়াশোনায় দুর্দান্ত ছিলেন এই অভিনেত্রী।
এমনকি ডাক্তারিও পরেছেন তিনি। বর্তমানে অভিনয় এবং তার নাচের মাধ্যমে সকলকে মুগ্ধ করে চলেছেন। যদিও ব্যক্তিগত জীবন সর্বদাই গোপন রাখতে পছন্দ করেন তিনি। তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছুই জানেন না দর্শকেরা। তবে বিভিন্ন সূত্র থেকে শোনা যাচ্ছে এক বিবাহিত পুরুষের সাথে নাকি সম্পর্কে জড়িয়েছেন তিনি।
যিনিও একজন অভিনেতা। এমনকি তার একটি সন্তানও নাকি রয়েছে। যা শুনে রীতিমতো হতবাক সকলে। যদিও এই জল্পনা উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী নিজেই। স্পষ্ট করে কোনো কথাই বলেননি। এক কথায় বলতে গেলে মুখে কুলুপ এঁটেছেন তিনি।
অন্যদিকে বর্তমানে কাজে বেজায় ব্যস্ত রয়েছেন তিনি। তামিল বায়োপিক ‘আমারন’-এ অভিনয় করছেন। সেটি মূলত যুদ্ধমূলক কাহিনী। যেখানে অভিনয় করেছেন অভিনেতা শিবাকার্তিকেয়ন। যা মুক্তি পাবে ২০২৪ সালের অক্টোবর মাসে। শুধু তাই নয় বলিউডে শীঘ্রই দেখা যাবে তাকে। ‘রামায়ণ’ সিনেমায় সীতার চরিত্রে অভিনয় করবেন তিনি। যা ২০২৫ সালে মুক্তি পেতে পারে।
আরও পড়ুন,
*‘অন্তঃসত্ত্বা’ ঋতাভরীর পাশে সৌরভ গাঙ্গুলি, কি বার্তা দিলেন মহারাজ?