প্রয়াত বাবা যেন পুত্র হয়ে কোলে ফেরে! প্রার্থনা করছেন সুদীপ্তা

প্রয়াত বাবা যেন পুত্র হয়ে কোলে ফেরে! প্রার্থনা করছেন সুদীপ্তা

১লা মে জাঁকজমক করে বিয়ে সেড়েছেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। বিয়ের ছ’মাসও পার হয়নি।

এরই মধ্যে দীপাবলির আগের দিন বাবাকে চিরকালের মতো হারিয়েছেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। বিয়ের মাত্র ছ’মাসের মধ্যেই এমন ঘটনা! বাবাকে হারিয়ে স্বাভাবিক ভাবেই শোকাহত অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়।

সুদীপ্তা

সুদীপ্তা

আরও পড়ুন,
*Tiger 3 : গোটা বিশ্বে ‘টাইগার ৩’ -এর দাপট, পাঁচ দিনেই ৩০০ কোটি! ভারতে কত টাকা কামাল সলমানের ছবি
*সেই রাতে কি ঘটেছিলো? কেমন আছেন তানজিন তিশা

সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সুদীপ্তা লিখেছেন, “এই পৃথিবীর সবথেকে এবং প্ৰিয় মানুষটি আমাদের ছেড়ে চলে গিয়েছে। বাবা চলে যাওয়ার সাতদিন।” বাবাকে ছাড়া সতটা দিন কাটিয়ে ফেলেছেন, ভাবতেই পারছেননা সুদীপ্তা।

সুদীপ্তা

সুদীপ্তা

https://youtu.be/O1NzVs1LLj0

আবেগপ্রবণ হয়ে নিজের অনুভূতির কথা প্রকাশ করেছেন অভিনেত্রী। তিনি চান, বাবা যেন তাঁর কাছে পুত্র ফিয়ে আসে। অভিনেত্রী লিখেছেন, “আমার কাছে তুমি ফিরে এসো.. মনির বদলে শুধু ডেকো ‘মা’।”

আরও পড়ুন,
*Palmistry: ভবিষ্যৎ জানাবে কনিষ্ঠা, জানবেন কি ভাবে? রইলো উপায়
*Ultimate Nipple Bra: স্পষ্ট বোঝা যাবে স্তনবৃন্ত! সারা ফেলে দিলেন কার্দাশিয়ান