সম্প্রতি এবার পুরনো দিনের একটি ছবি পোস্ট করে স্মৃতির রোমন্থন করলেন পরিচালক তথা প্রযোজক বনি কাপুর। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই বিভিন্ন ছবি পোস্ট করতে দেখা যায় তাকে। যার মধ্যে কিছু সাম্প্রতিক সময়ের আবার কিছু কিছু পুরোনো দিনের। সেরকমই এবার পুরনো দিনের একটি গ্রুপ ছবি পোস্ট করেছেন তিনি।
সেই সাদা-কালো ছবিতে বেশ কয়েকজনের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। ছবিতে রয়েছেন ভারতের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবী, অভিনেতা অনিল কাপুর এবং বনি কাপুর নিজেও। ক্যাপশনে লিখেছেন, “৫ই জানুয়ারী, ১৯৮৫ ‘মিস্টার ইন্ডিয়া’ সিনেমার প্রথম দিনের শ্যুটিং শুরুর একটু আগের সময়।”
১৯৮৭ সালে মুক্তি পেয়েছিল ‘মিস্টার ইন্ডিয়া’ সিনেমাটি। যেটি কী পরিমাণ হিট হয়েছিল তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। বনি কাপুরের সাথে একাধিক সিনেমায় কাজ করেছেন শ্রীদেবী। সেখান থেকেই ধীরে ধীরে তাদের বন্ধুত্ব এবং প্রেমের সূত্রপাত।
যদিও বনি কাপুর বিবাহিত ছিলেন এবং তার এক পুত্র সন্তানও ছিল, তবে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়ায়নি শ্রীদেবীর সাথে তার সম্পর্কে। ১৯৯৬ সালে বিয়ের পিঁড়িতে বসেন তারা। তাদের দুই কন্যা সন্তান রয়েছে, জাহ্নবী কাপুর এবং খুশি কাপুর। সম্পূর্ণ কেরিয়ারে ৩০০ টির বেশি সিনেমায় অভিনয় করেছেন শ্রীদেবী।
তবে ২০১৮ সালে দুবাইয়ের একটি হোটেলে অস্বাভাবিকভাবে মৃত্যু হয় তার। তিনি জাহ্নবীর প্রথম সিনেমা মুক্তিও দেখে যেতে পারেননি। এই বিষয়ে জাহ্নবীর ভীষণই আক্ষেপ রয়েছে, তা একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি। বর্তমানে শ্রীদেবীর স্মৃতি নিয়েই জীবনযাপন করছেন তারা।
আরও পড়ুন,
*শরীরে ঘুরে বেড়াচ্ছে মস্ত বড় গিরগিটি! নেটিজেনদের নজর কাড়তে নব রূপে উরফি