এবার বোধহয় কর্মসংস্থানের চাকা ঘুরলো! কলকাতার চালু হল ইনফোসিসের নতুন অফিস

খুশির আবহ পশ্চিমবঙ্গে! কারণ, গত বুধবার থেকে নামকরা আইটি সংস্থা ‘ইনফোসিস’ কলকাতায় তাদের নতুন ক্যাম্পাস শুরু করলো। নিউটাউনে তারা তাদের অফিস খুলেছে। এই বিষয়ে বাবুল সুপ্রিয় তার এক্স-হ্যান্ডেলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একইসাথে পোস্ট করেছেন বেশ কিছু ছবিও।

তিনি লিখেছেন, ‘সম্প্রতি ৫০ একর জায়গা জোড়া তাদের এই চত্বরে গিয়েছিলাম। পশ্চিমবঙ্গ সরকারের সব দপ্তর এই ইনফোসিসের অফিসের পরিকাঠামোগত কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে গিয়েছে। রাস্তা, লাইট, নিকাশি ব্যবস্থা, অত্যন্ত কম সময়ের মধ্যে করা হয়েছে।’

আরও লেখেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের উদ্যোগে আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে কলকাতাকে দেশের অন্যতম প্রধান আইটি হাব হিসাবে গড়ে তুলবো। পশ্চিমবঙ্গ সরকারকে শুভেচ্ছা জানাচ্ছি।’ এই বিষয়টি প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাস জানিয়েছেন অন্যান্যরাও।

জানা গিয়েছে, কলকাতায় ইনফোসিসের স্থায়ী অফিস করে দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার বিশেষভাবে সহায়তা করেছে। ক্যাম্পাসে ঢোকার আগেই বাংলায় লেখা রয়েছে ‘ইনফোসিস।’ যা বাঙালীদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। এবার থেকে আর ‘ইনফোসিস’এ চাকরির জন্য অন্য রাজ্যে যেতে হবে না।

বিস্তর এলাকা জুড়ে তৈরি হয়েছে ‘ইনফোসিস’এর নতুন ক্যাম্পাসটির দ্বারা বাংলার আইটি সেক্টরে নতুন পালক যুক্ত হলো। জানা গিয়েছে, ২০০৮ সালে এই প্রকল্প নিয়ে কাজ শুরু হয়েছিল। এরপর পেরিয়ে গিয়েছে বহু বছর। অবশেষে স্বপ্ন সত্যি হলো। এটা শুধু ক্যাম্পাস নয়, এর সাথে জড়িয়ে রয়েছে বহু মানুষের ভবিষ্যৎ।