Rinku Singh: ২২ গজে ব্যাট হাতে তার দুর্ধর্ষ তাণ্ডব সকলেই দেখেছেন। খেলার মাঠে ব্যাটস্-ম্যান হিসেবে রিঙ্কু সিং-কে সকলেই পছন্দ করেন। কিন্তু তিনি যে দারুণ নাচ করতে পারেন তা হয়তো অনেকেরই অজানা। তবে ২২ গজের মতন ডান্স ফ্লোরেও মন্দ নন রিঙ্কু। সম্প্রতি পুরোনো একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে তার নাচ। ভিডিওটি ইতিমধ্যে প্রচুর মানুষ দেখে ফেলেছেন।
এর আগে আইপিএল-এর সময় রিঙ্কুকে নাচ করতে দেখা গিয়েছে। নাইট কোচ চন্দ্রকান্ত পন্ডিতের সঙ্গে তার নাচ ভাইরাল হয়েছিল। এর পাশাপাশি তিনি নিজে জানান, শাহরুখ খানের সঙ্গে তার দেখা হলে তারা দু’জনে জমিয়ে নাচ করেন। তবে তার যে নাচের প্রতিভা সম্প্রতি প্রকাশ পেয়েছে তা আজকের নয়। সম্প্রতি পুরোনো একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যা দেখে সকলেই স্পষ্টত বুঝে গিয়েছেন রিঙ্কুর এই প্রতিভা বহু পুরোনো।
সম্প্রতি রিঙ্কুর এক বন্ধু লখন অর্জুন রাওয়াত সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। তিনি বর্তমানে তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। ২০১৫ সালে রিঙ্কু ও তার বন্ধু লখন ও আর ও কয়েকজন বন্ধু মিলে সালমান খানের ছবি ‘দাবাং’-এর জনপ্রিয় গান ‘ফেভিকল সে’-তে নাচ করেছিলেন।
আর সেই ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন লখন। রিঙ্কুর এই অজানা প্রতিভা প্রকাশ হওয়ার পর সকলেই ভিডিওটি পছন্দ করেছেন। ইতিমধ্যে ৪ লক্ষেরও বেশি মানুষ ভিডিওটি লাইক করেছেন। ২০১৫ সালের ভিডিওটির সঙ্গে সম্প্রতি একটি ভিডিও জুড়ে দেওয়া হয়েছে। যেখানে দেখা গিয়েছে রিঙ্কুর হাতে একটি ছোট্ট কুকুর ছানা। সেই ভিডিওতে লখন ও রিঙ্কুকে দেখা গিয়েছে।
আরও পড়ুন,
*‘আপত্তিকর’ পোস্টে যাবজ্জীবন কারাদণ্ড! সোশাল মিডিয়া নীতিতে তুমুল পরিবর্তন যোগীরাজ্যে