অনুষ্ঠান যেনো মেনে নেওয়ার নয়, হাত জোড় করে কি জানালেন শুভশ্রী

গত ৮ই আগস্ট মধ্যরাতে আর জি কর মেডিকেল হাসপাতালে ঘটে গিয়েছে এক নারকীয় ঘটনা। এক তরুণী চিকিৎসকের উপর নির্মম ও পাশবিক অত্যাচারের পর তাকে ধর্ষণ করা হয়। এরপর তাকে হত্যা করা হয়। এই ঘটনা প্রকাশ্যে আসার পর গোটা রাজ্য সহ দেশ জুড়ে ছড়িয়ে গিয়েছে প্রতিবাদের আগুন। প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছেন মেয়েরা। গত ১৪ই আগস্টের রাতে স্বাধীনতা দিবসের প্রাক্কালে গোটা রাজ্য সহ দেশের মেয়েরা রাস্তায় নেমেছেন।

কেউ মোমবাতি হাতে, কেউ প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমে এসেছেন। দোষীদের বিচার চেয়ে একের পর এক আন্দোলন শুরু হয়েছে। চারিদিকে প্রতিবাদের আগুনে ফেটে পড়েছে সাধারণ মানুষ। আর জি করের ওই পড়ুয়া চিকিৎসক তরুণীর কী দোষ ছিল? তিনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন? নিজের কর্মস্থলকে নিরাপদ মনে করে ভুল করেছিলেন? এমন প্রশ্ন উঠছে চারিদিকে।

কিন্তু উত্তর দেবে কে? স্বাধীনতার দীর্ঘ ৭৮ বছর পরও মেয়েরা নিরাপত্তাহীনতায় ভোগে। রাতের অন্ধকারে এখনও নিরাপদ নয় মেয়েরা। কেনো হারিয়ে যেতে হয় এমন সাধারণ মেয়েগুলোকে? হাজার প্রশ্নের উত্তর খুঁজছেন সকলে। গোটা শহর জুড়ে প্রতিবাদে মানুষ গর্জে উঠেছেন। তাই এমন পরিস্থিতিতে আনন্দ অনুষ্ঠান যেনো মেনে নেওয়ার নয়। আর এই কারণে বড় সিদ্ধান্ত নিল সম্প্রতি মুক্তি পাওয়া ‘বাবলি’ সিনেমার প্রযোজনা সংস্থা।

আরও পড়ুন,
*‘নিয়মে এবার বাঁধবো ওদের যারা কুড়ে কুড়ে খেয়েছে মোদের’, RG Kar কাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শুভশ্রীর

স্বাধীনতা দিবসের দিন মুক্তি পেয়েছে শুভশ্রী গাঙ্গুলি ও আবীর চট্টোপাধ্যায় অভিনীত এবং রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘বাবলি’। এরপরের দিন বিশেষ প্রিমিয়ারের ব্যবস্থা করা হয়েছিল। তবে সেই কাজ থেকে বিরত থাকলেন তারা। বৃহস্পতিবার রাতে শুভশ্রী গাঙ্গুলি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন।

আর সেই ভিডিওতে তিনি জানিয়ে দিয়েছেন, ছবির বিশেষ প্রিমিয়ার বাতিল করা হচ্ছে। যদি ছবিটি কারোর পছন্দ হয় তবে প্রেক্ষাগৃহে গিয়ে যেনো দেখেন। আর এই কথা ঘোষণা করার পর তিনি বলেন, “বর্তমান অস্থির ও অনভিপ্রেত পরিস্থিতিতে দাঁড়িয়ে টিম বাবলি-র তরফে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামীকালের স্পেশাল স্ক্রিনিং বন্ধ থাকছে।”

আরও পড়ুন,
*RG Kar Case: ‘মাছের পাহারায়… সহমর্মিতা দেখাতে বিড়াল পৌঁছে যায়, গর্জে উঠলেন সৌরভ দাস