এ যেন ঠিক রাজকন্যা! দেখুন কোন সাজে সামনে এলেন এই টলি নায়িকা

এবার রাজকন্যার মতোন সাজে ধরা দিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী নুসরত জাহান! তাকে দেখে রীতিমতো ঝড় উঠেছে অনুরাগীদের বুকে। তিনি এক সন্তানের মা তবে তাকে দেখে বোঝার উপায় নেই। নিজেকে এতোটাই মেইন্টেন করে রেখেছেন তিনি, যে এখনো তার জৌলুস হার মানাতে পারে কিশোরীদের।

সোশ্যাল মিডিয়ায় কীভাবে নিজের অনুরাগীদের সংখ্যা ধরে রাখতে হয় তা বেশ ভালোমতোই জানেন তিনি। তাদের সাথে বিভিন্ন ছবি ও ভিডিও ভাগ করে নেন। কখনো স্বামীর সাথে আবার কখনো বাড়ির পোষ্যদের সাথে আদূরে মুহূর্ত কাটাতে দেখা যায় তাকে।

তবে এবার নিজের সাথেই মিষ্টি মুহূর্ত কাটাচ্ছিলেন তিনি। যে ছবি ভাগ করে নিয়েছেন ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। ছবিতে দেখা যাচ্ছে ভীষণই সুন্দর একটি পোশাক পরে রয়েছেন তিনি। মুখে হাসি, খোলা চুল বেশ প্রাণবন্ত লাগছিল তাকে দেখতে। ছবিগুলো পোস্ট করেছেন লিখেছেন, ‘ক্যাপশন দাও।’

আসলে তিনি নিজেই বুঝে উঠতে পারছেন না এই ছবিতে কী ক্যাপশন দেবেন। যা দেখার পর অনুরাগীরা বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন। উল্লেখযোগ্য, তিনি ভক্তদের মনে গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছেন, যার প্রমাণ মিলেছে কয়েকদিন আগেই।

এক অনুরাগী তার পরীক্ষার আগে অভিনেত্রীর কাছ থেকে শুভেচ্ছা চেয়েছিলেন। জানিয়েছিলেন তিনি সোশ্যাল মিডিয়াতে আর আসবেন না তাই যেন তার প্রিয় অভিনেত্রী থাকে আশীর্বাদ করেন পরীক্ষার জন্য। সেই ছবি স্টোরি দিয়েছিলেন অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। আসলে ভক্তরাও তার কাছে ভীষণই গুরুত্বপূর্ণ, সেটাই বুঝিয়ে দিয়েছেন নুসরত।