রাজ কাপুরের ১০০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার পরিবারের সদস্যদের বিশেষ সম্মান জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! সম্প্রতি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী করিনা কাপুর খান। ছবিতে দেখা যাচ্ছে তাদের পরিবারের সকল সদস্যরা উপস্থিত রয়েছেন।
করিনা কাপুর, কারিশ্মা কাপুর, নীতু কাপুর, রনবীর কাপুর, আলিয়া ভাট, সঈফ আলি খান থেকে শুরু করে অন্যান্য সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। প্রত্যেককে বিশেষ সম্মান জানিয়েছেন প্রধানমন্ত্রী। ভারতীয় সিনেমায় রাজ কাপুরের অবদান নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাইতো তার জন্মবার্ষিকী ভীষণই গুরুত্বপূর্ণ গোটা দেশের জন্য।
এদিন করিনা তার পোস্টে লিখেছেন, ‘আমাদের পিতামহ কিংবদন্তী রাজ কাপুরের অসাধারণ জীবন এবং তার উত্তরাধিকার স্মরণে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির দ্বারা আমন্ত্রিত হয়ে আমরা গভীরভাবে সম্মানিত। এমন একটি বিশেষ বিকেলের জন্য ধন্যবাদ শ্রী মোদিজি।’
‘আমরা যখন দাদাজির শৈল্পিকতার ১০০ তম বছর উদযাপন করি, তখন আমরা তার দৃষ্টিভঙ্গি, ভারতীয় সিনেমায় অবদান ও তার উত্তরাধিকারের চিরকালীন প্রভাবকে সম্মান করি। যা আমাদের এবং পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।’
“আমরা তার আইকনিক চলচ্চিত্রগুলি প্রদর্শন করতে পেরে গর্বিত এবং ‘রাজ কাপুর ১০০ ফিল্ম ফেস্টিভ্যাল’-এর মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে তার প্রভাবকে স্মরণ করি।” জানা গিয়েছে, এই ফিল্ম ফেস্টিভ্যালে ১৩-১৫ই ডিসেম্বর ৪০ টি শহরের ১৩৫ টি সিনেমা হলে রাজ কাপুরের ১০টি সিনেমা প্রদর্শিত হবে।