অবশেষে ‘আড়ি’ ভুলে যশ-নুসরতের সাথে ভাব করতে এলেন রাজ চক্রবর্তী

অবশেষে রাজ চক্রবর্তীর সাথে ‘আড়ি’ ভুলে ভাব করে নিলেন জনপ্রিয় তারকা জুটি যশ এবং নুসরত! যে কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তারা। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাগ করে নিয়েছেন এই জুটি। সেখানে রাজ চক্রবর্তীর সাথে তাদের ভাবের কথা জানিয়েছেন।

এবার হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে কী কারণে ‘আড়ি’ হয়েছিল তাদের? আসুন তাহলে সেই বিষয়ে খোলসা করে জানা যাক। হয়তো সকলেই জানেন আগামী বছর মুক্তি পেতে চলেছে যশ-নুসরত অভিনীত নতুন সিনেমা ‘আড়ি।’

ইতিমধ্যে এই সিনেমার প্রমোশন চলছে জোরকদমে। কয়েকদিন আগে সম্পন্ন হয়েছে সিনেমার শুভ মহরত। জানা গিয়েছে, ১২ই ডিসেম্বর বৃহস্পতিবার থেকে এই সিনেমার শ্যুটিং শুরু হবে। সেখানেই হাজির হয়েছিলেন রাজ চক্রবর্তী। তার আগমন রীতিমতো সারপ্রাইজ ছিল ওই জুটির জন্য।

এদিন ভিডিওটি পোস্ট করে সেখানে তারা লেখেন, ‘যেহেতু আমরা নতুন কাজ করতে চলেছি তাই বড়োদের কাছ থেকে শুভকামনা পেয়ে আমরা ভীষণই খুশি। সমস্ত দর্শক এবং রাজ চক্রবর্তীকে অনেক অনেক ধন্যবাদ। পাশাপাশি তার নতুন সিনেমার সন্তানের জন্য তাকে অনেক অনেক শুভেচ্ছা।’

ভিডিওতে নুসরত এবং যশকে বলতে শোনা যায়, ‘আজ আমরা আড়ির শুভ মহরতে রয়েছি। কেউ আমাদের ভীষণই চমক দিয়েছে। যিনি আমাদের অনেক প্রিয় এবং আপনাদেরও প্রিয়। যাকে কেউ চ্যালেঞ্জ করতে পারেন না, তিনি রাজদা।’ এরপর রাজ আড়ি করার ছলে এসে বলেন, ‘আমার কখনই ওদের সাথে আড়ি হয়নি সবসময়ই ভাব। সিনেমার নামটা শুনে আমার খুব ভালো লেগেছিল। যদি কোনো প্রয়োজন লাগে আমি সবসময় ওদের সাথে আছি।’