ফের চর্চায় উঠে এসেছেন শিল্পা শেট্টি ও তার স্বামী রাজ কুন্দ্রা। কয়েক মাস আগেই রাজ কুন্দ্রার ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ফের আরও একবার চিরুনী তল্লাশির মুখে পড়ল রাজ কুন্দ্রার সম্পত্তি৷ শিল্পা শেট্টির বিলাসবহুল বান্দ্রার ফ্ল্যাট হাতছাড়া হয়েছে। এবার পর্ন কান্ডে নতুন করে নাম জড়ালো তাদের।
সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, শুক্রবার সকালে রাজ ও শিল্পার বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুধু রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি নন, এই ঘটনায় জড়িত সকলের বাড়িতে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা। মুম্বাই ও উত্তরপ্রদেশের ১৫টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। বছর খানেক আগে পর্ন কান্ডে রাজ কুন্দ্রাকে দুই মাস হাজতবাস করতে হয়। ‘হটশটস্’ নামক একটি প্রাপ্তবয়স্ক অ্যাপ খোলার জন্য তাকে গ্রেফতার করা হয়।
মহারাষ্ট্র ও দিল্লি পুলিশের কাছে ভ্যারিয়েবল টেক প্রাইভেট লিমিটেড নামের একটি সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে। অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে মহেন্দ্র ভরদ্বাজ, অমিত ভরদ্বাজ, সিম্পি ভরদ্বাজ সহ একাধিকজনের৷ তারা বিটকয়েন বিনিয়োগের নামে কোটি কোটি টাকা তোলেন। যাদের কাছ থেকে টাকা তোলা হয় তাদের প্রতিশ্রুতি দেওয়া হয় প্রতি মাসে বিটকয়েনে ১০ শতাংশ টাকা রিটার্ন দেওয়ার।
শুধুমাত্র ২০১৭ সালে ৬,৬০০ কোটি টাকা তোলা হয়। এদিকে ক্রিপ্টো সম্পত্তি গড়ে তোলার লোভে অনেকেই টাকা দেন। কিন্তু তাদের আর টাকা রিটার্ন দেওয়া হয়নি। এরপর অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই মামলার সূত্র ধরে রাজের খোঁজ পায় ইডি। ইডি জানিয়েছে, গোটা দুর্নীতি চক্রের মাথা ছিলেন অমিত।
নিরীহ মানুষকে টাকার লোভ দেখিয়ে কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করেছেন তিনি। সেখান থেকে পাওয়া বিটকয়েন রাজের কাছে যার যার বাজার দর ১৫০ কোটি টাকা। এরপরই ইডির তরফে রাজের ৯৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়।