‘কেঁদে ফেলতাম, মনে হত আর পারছি না’, অভিনয়ের প্রথম দিকের অভিজ্ঞতা রণিতার

Ranita Das: টলি পাড়ার ছোটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী হলেন রণিতা দাস। প্রথম ধারাবাহিকে অভিনয়ের পর দর্শকদের কাছে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তার আসল নাম অনেকেই না জানলেও তাকে অনেকে ‘বাহা’ নামে চেনেন। ধারাবাহিকে তার চরিত্রের নাম ছিল ‘বাহা’। প্রথম ধারাবাহিক ‘ইষ্টিকুটুম’-এ অভিনয় করে তিনি বাংলার দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে গিয়েছিলেন। এরপর তাকে ‘বাহা’ বলে সকলে চেনেন।

তবে প্রথম ধারাবাহিকের মতন জনপ্রিয়তা আর কোনো ধারাবাহিকে তিনি পাননি। ধারাবাহিকের মধ্যে কিছু ধারাবাহিক যা কিছুদিন চলে আবার কিছু ধারাবাহিক বহুদিন ধরে টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হয়। তবে টেলিভিশনের পর্দায় দর্শক বহুদিন ধরে সম্প্রচারিত হয়েছিল ‘ইষ্টিকুটুম’। ধারাবাহিকের একেবারে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন রণিতা দাস।

এই ধারাবাহিকের পর রণিতা আরও বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করলেও সেভাবে জনপ্রিয়তা লাভ করতে পারেননি। তাই সেই প্রথম কাজের স্মৃতি রণিতা এখনও ভোলেননি। মাঝেমধ্যে সেই স্মৃতির পাতা ঘেঁটে তা খুঁজে আনেন তিনি। রণিতা তার অভিনয়ের প্রথম দিকের অভিজ্ঞতা শেয়ার করলেন সকলের সঙ্গে।

তিনি বলেন, “ব্যক্তি জীবন নিয়ে এখন মনে হয় ওই সময় বড্ড বেশি ভেবেছিলাম। অতটা না ভাবলেও হত। মানে যখন যেটা নিয়ে বেশি ভাবার কথা ছিল, তখন সেটা নিয়ে বেশি না ভেবে, অন্য কিছু নিয়ে বেশি ভেবেছি।” তিনি আরও বলেন, “আমার মনে আছে যখন শুটে বেশি চাপ থাকত, আমি কেঁদে ফেলতাম। মনে হত, আমি আর পারছি না। আমার মনে হয়, একটা জায়গায় পৌঁছে যাওয়ার পর, আমি সবসময় ভাবতে থাকতাম এরপর কী?”

আরও পড়ুন,
*‘বজরঙ্গী ভাইজান’ সিনেমার ছট্ট মুন্নি এখন কিশোরী, ‘আমি এভাবেই ঘুরি’: হর্ষালি