৭০ লক্ষ টাকা ফেরাতে চান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত! সম্প্রতি ইডি’র তরফ থেকে তেমনটাই জানানো হয়েছে। অভিনেত্রী জানান এই টাকা দুর্নীতির তিনি জানতেন না। তাই তিনি এই টাকা ফিরিয়ে দিতে চান। এই টাকা নাকি পারিশ্রমিক বাবদ নিয়েছিলেন।
তবে সেই নিয়ে কম জলঘোলা হয়নি। অবশেষে তিনি জানিয়েছেন এই টাকা ফেরত দিতে চান। গত ৫ই জুন সিজিও কমপ্লেক্সে তাকে তলব করা হয়েছিল। যদিও তখন তিনি বিদেশে থাকার কারণে কিছুটা সময় চেয়েছিলেন। এরপর ১৯শে জুন তিনি হাজিরা দেন।
তাকে ৫ ঘন্টা একটানা জেরা করা হয়। অভিনেত্রী জানিয়েছেন ইডির অফিসাররা তার সাথে কথা বলে সন্তুষ্ট। এরপরে তিনি ৭০ লক্ষ টাকা ফিরিয়ে দেওয়ার কথা জানান অফিসারদের। উল্লেখযোগ্য, রেশন দুর্নীতি মামলায় যখন অভিযুক্তদের বাড়ি তল্লাশি করা হয় তখন সেখান থেকে বিভিন্ন নথিপত্র উদ্ধার হয়।
সেখানে নাম দেখা যায় ঋতুপর্ণা সেনগুপ্তর। অফিসাররা সন্দেহ করেন তাহলে কি দুর্নীতির টাকা ঘুরপথে অভিনেত্রীর অ্যাকাউন্টে পৌঁছেছে? সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তলব করা হয়েছিল তাকে। অভিনেত্রী জানিয়েছেন এটা দুর্নীতির টাকা জানলে তিনি নিতেন না।
মূলত সিনেমার পারিশ্রমিক হিসেবে এই টাকা পেয়েছিলেন। অন্যদিকে রেশন দুর্নীতিতে প্রধান অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। সাথে জেলে আছেন বাকিবুর রহমান, বনগাঁর প্রাক্তন পুরপ্রধান ও তৃণমূল নেতা শঙ্কর আঢ্য, বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহান।