‘নষ্ট হয়ে যেতে পারে’, অর্জুনের সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুঞ্জন, মনের কথা জানালেন সৃজা

তাদের বিচ্ছেদের জল্পনায় জানিয়েছিলেন সবকিছুই ঠিক রয়েছে তাদের মধ্যে অথচ এরই মাঝে সৃজা এমন কয়েকটি ইনস্টাগ্রাম স্টোরি দিয়েছেন যার ফলে ফের প্রশ্ন জেগেছে সকলের মনে। ২০১৫ সালে অর্জুন চক্রবর্তী এবং সৃজা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

দাদা গৌরবের বেশ কয়েক বছর আগেই বিয়ের পিঁড়িতে বসেন অর্জুন। তবে সাম্প্রতিক সময় শোনা যায় সৃজার সাথে নাকি সম্পর্ক ভালো যাচ্ছে না তার। এমনকি বিচ্ছেদের পথে নাকি হাঁটতে চলেছেন তারা। বিষয়টি তাদের কানে আসতেই সকলকে বুঝিয়েছিলেন তাদের সম্পর্ক বেশ ভালোই চলছে।

এরই মাঝে সৃজা কয়েকটি ইনস্টাগ্রাম স্টোরি দিয়েছেন। যার একটিতে লেখা, ‘তুমি যদি বলো কোন জিনিসটি আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, তাহলে বলবো আমার মেয়ে।’ তার কিছুক্ষণ পর আরেকটি স্টোরিতে তিনি লিখেছেন, ‘অধৈর্য্য হয়ে পড়লে ভালো জিনিস ঘটার আগেই নষ্ট হয়ে যেতে পারে।’

যা দেখার পর সকলের মনে প্রশ্ন জেগেছে সত্যিই কি তাদের মধ্যে সব ঠিক হয়েছে? নাকি সবটাই লোকদেখানো? আসলে কয়েকদিন আগে উত্তর আমেরিকাতে হওয়া বঙ্গ সম্মেলনে গিয়েছিলেন অর্জুন। সেখানে গিয়ে নাকি অন্য এক অভিনেত্রীর সাথে ঘনিষ্ঠতা তৈরি হয় তার।

সে খবর সৃজার কানে আসতে খুব বেশি সময় লাগেনি। এরপর নাকি সোশ্যাল মিডিয়ায় স্বামীকে আনফলো করে দিয়েছে তিনি। যা দেখে জল্পনা শুরু হয় খুব শীঘ্রই হয়তো বিচ্ছেদ হবে তাদের। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় একসাথে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন তারা। তারপর আবার এই স্টোরি ফের প্রশ্নের মুখে ফেললো তাদের সম্পর্ককে।

আরও পড়ুন,
*মাত্র ২৩ বছর বয়সে চলে যায় প্রাণ! ঐন্দ্রিলার সোশ্যালে কোন ছবি, চোখে জল অনুরাগীদের