সিনেমার গানের একটি দৃশ্য ঐশ্বর্য্যকে বোঝাতে গিয়েছিলেন পরিচালক সঞ্জয় লীলা বনশালী। যে কারণে তাকে একবার স্পর্শ করেছিলেন তিনি। তবে এই বিষয়টি মোটেই ভালো চোখে দেখেননি সিনেমার নায়ক তথা ঐশ্বর্য্যর তৎকালীন প্রেমিক সলমন খান, তাইতো রীতিমতো ধমকেছিলেন পরিচালককে।
সলমন-ঐশ্বর্য্যর প্রেমকাহিনী অজানা নয় কারোর। ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার সেট থেকে সূত্রপাত হয়েছিল তাদের সম্পর্কের। এরপর বেশ কিছু সময় একসঙ্গে ছিলেন তারা। তবে ধীরে ধীরে একাধিক চড়াই-উতরাই আসে জীবনে। ফলে আলাদা পথে হাঁটতে হয় তাদের। এই সিনেমার সেটে বেশ কিছু ঘটনা ঘটেছিল তাই তুলে ধরেছেন এক অভিনেত্রী।
স্মিতা জয়াকর যিনি ঐশ্বর্য্যর মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি সম্প্রতি জানিয়েছেন অভিনেত্রীকে ছোঁয়ার জন্য সঞ্জয়কে বেশ কথা শুনিয়েছিলেন সলমন। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আঁখো কি গুস্তাখিয়ান গানের একটা দৃশ্য মনে পড়ে গেল, যেখানে সলমনকে ঘুরতে অ্যাশের চারপাশে ঘুরতে হয়েছিল।’
“তাই সঞ্জয় গিয়ে তাকে (অ্যাশ) এভাবে স্পর্শ করে, এবং সে (সলমন) গিয়ে বলে, ‘সঞ্জয়, স্যার, আপনি তাকে স্পর্শ করলেন কেন? আপনার এটা করা উচিত নয়।’ সেই সময়ে সলমন এবং ঐশ্বর্য্যর মধ্যে একটি নিবিড় সম্পর্ক ছিল এবং এটি সঞ্জয়ের পক্ষে ভালো কাজ করেছিল। আসলে তিনি সিনেমার জন্য তাদের বাস্তব জীবনের রসায়ন ব্যবহার করেছিলেন।”
যদিও বর্তমানে সলমন এবং ঐশ্বর্য্যর জীবন অন্যদিকে ঘুরে গেছে। ঐশ্বর্য্য বিয়ে করেছেন অভিনেতা অভিষেক বচ্চনকে। এক কন্যা সন্তান রয়েছে তাদের। তবে সেই সম্পর্কে নাকি ধীরে ধীরে ফাটল ধরতে শুরু করেছে। বর্তমানে নাকি এক ছাদের তলায় থাকেন না তারা। অন্যদিকে সলমন এখনো বিয়ে করেননি।