জ্যোতিষে বিশ্বাস করেন, বিজ্ঞানও মানেন, কিন্তু আংটি পারেন না মিঠুন দা!

আজ কথা বলব টলিউড তথা বলিউডের বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তীকে নিয়ে। এক নামে এক ডাকে সবাই চেনেন তিনি সবার অনেক অনেক প্রিয় একজন মানুষ তিনি একজন জনপ্রিয় অভিনেতা।

সোহম চক্রবর্তীর পরিচালনায় মুক্তি পেতে চলেছে পুজোয় শাস্ত্রী নামক ছবিটি। এই ছবিটিতে অভিনয় করতে চলেছেন আমাদের সকলের প্রিয় মিঠুন চক্রবর্তী। রাতের কলকাতা উপর থেকে দেখলে যেমন ঝলমলে আলোকিত দেখায় ঠিক তেমনি আমাদের মিঠুন চক্রবর্তী ঝলমল করছেন। তিনি এই বয়সে এসেও সুন্দর তার প্রতিভার মাধ্যমে আমাদের মন জয় করে চলেছেন প্রতিনিয়ত। আমাদের মন জয় করতে পারবে এই ছবিটি।

কয়েক দিন আগে তিনি হাসপাতাল থেকে সুস্থ হয়ে শুটিং এ ফিরেছেন। বর্তমানে হাতে প্লাস্টার নিয়ে তিনি কাজ করে চলেছে এই শাস্ত্রী ছবিটির। পরিচালক চক্রবর্তী এবং মিঠুন চক্রবর্তী যে সাক্ষাৎকার হয়েছিল। এই সাক্ষাৎকারের আরজি কর এর ঘটনা নিয়ে কোন মন্তব্য বা কোন প্রশ্ন করার আগে থেকেই মানা ছিল।

দুজনকেই অনেক প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে এবং তারা খুব সুন্দর ভাবে তাদের প্রশ্নগুলি উত্তর দিয়েছেন। মিঠুন চক্রবর্তীকে একটি প্রশ্ন করা হয়েছিল নিজেই বলছেন যে এই ছবিটি পুজোয় দেখবেন না তখন মিঠুন চক্রবর্তী উত্তরে বলেন যে দেখবেন না সেটা তার ব্যক্তিগত ব্যাপার আর এখন ছবি দেখার মেজাজ চাই তেমন নেই কারণ এখন অনেক মঞ্চ হয়ে গেছে ছবি দেখার। আর তিনি আরো বলেন যে, আগে পরিবার সহ মানুষ ছবি দেখতে যেতেন এখন আর সেটা দেখা যায় না।

সোহমকে নানা প্রশ্ন করা হয়েছে জবাব দিয়েছেন। তাকে বলা হয়েছিল যে আপনার প্রযোজক হিসেবে কি মনে হচ্ছে? সে বলেছিল যে পূজোর সময়ই এই ছবিটি মুক্তি করা ভালো হবে, ছবিটি এমন মাত্রা নিয়ে যেতে হবে যেন পুজোর আগে আগেই ছবিটি মুক্তি পেয়ে যায়। ২০২৩ সালে ফ্লোরে যাওয়ার আগেই সোহম চক্রবর্তী বলে দিয়েছিলেন যে ২০২৪ সালের সব থেকে বড় বাংলা ছবি আসতে চলেছে শাস্ত্রী। তাদের সাথে তিনি বলেছেন এই ছবির প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী খুবই দক্ষ আর বাকিটা তিনি ভাগ্যের উপর ছেড়ে দিয়েছেন।

এই ছবিটির মূলত বিষয়বস্তু একজন সাধারন মানুষ তার পুত্রবধূ এবং পুত্রকে নিয়ে থাকেন তার শাস্ত্রী হয়ে ওঠার গল্পই রয়েছে। এই ছবিটির মধ্য দিয়ে। সাধারণ মানুষকে কি চায় তারা চায় সকালবেলা উঠে দেখুক সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। কোন একটা জাদু হয়ে যাক এই ছবিতেও ঠিক তেমনি কিছু দেখানো হবে। সাধারণ মানুষ থেকে শাস্ত্রী হয়ে গেলেনকিভাবে তার সফর কাহিনী দেখানো হবে এই ছবিটিতে।

আরও পড়ুন,
*বিদেশের মাটিতে বচ্চন পরিবার বধূ ঐশ্বর্যর জয়জয়কার