Shreya Ghoshal: শ্রেয়া ঘোষালের কন্ঠ অনুভূতিহীন! চাঞ্চল্যকর দাবি সুচিত্রার

Shreya Ghoshal's voice is emotionless! Suchitra's sensational claim

Shreya Ghoshal: বলিউড থেকে টলিউড ছাড়িয়ে আরও একাধিক ইন্ডাস্ট্রিতে প্লেব্যাক সিংগার হিসেবে নিজেকে মেলে ধরেছেন শ্রেয়া ঘোষাল। বর্তমানে গানের জগতে উজ্জ্বল নক্ষত্রের মতন জ্বলজ্বল করছে তার নাম। হিন্দি, বাংলা সহ দক্ষিণ ভারতের একাধিক ভাষায় গান করে সাড়া ফেলে দিয়েছেন তিনি। বর্তমানে গানের জগতে দাপটের সঙ্গে বিরাজ করছেন শ্রেয়া ঘোষাল।

শ্রেয়া ইতিমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে একাধিক পুরষ্কার পেয়েছেন। বিশাল বাজেটের হিন্দি ছবি হোক কিংবা স্বল্প বাজেটের বাংলা ছবি, শ্রেয়া ঘোষালকে সব জায়গায় পাওয়া যায়। তার কন্ঠ দিয়ে প্রতিবার তিনি তার শ্রোতাদের মুগ্ধ করেন। পারিশ্রমিক কমিয়েও গান গাইতে সঙ্কোচ বোধ করেন না শ্রেয়া।

এবার এক বিস্ফোরক দাবি করলেন তামিল গায়িকা তথা রেডিও জকি সুচিত্রা। তিনি দাবি করেছেন, শ্রেয়া ঘোষালের কন্ঠ নাকি ফেক অর্থাৎ ভুয়ো। এক সাক্ষাৎকারে সুচিত্রা বলেন, শ্রেয়া ঘোষালের কন্ঠ ভুয়ো। তার গলায় কোনোরকম অনুভূতি নেই। তিনি গানে পারফেকশন আনার চেষ্টা করেন মাত্র। কিন্তু তার কন্ঠ অনুভূতিহীন। তার এমন মন্তব্যে একাধিক শ্রেয়া ঘোষালের অনুরাগীরা ক্ষুদ্ধ হয়েছেন।

তবে শুধু একা শ্রেয়াকে নন, সুচিত্রা ওই সাক্ষাৎকারে বলিউড অভিনেতা শাহরুখ খান, করণ জোহর, ও নিজের প্রাক্তন স্বামী অভিনেতা কার্তিক কুমারকে নিয়ে নানান মন্তব্য করেছেন। তিনি বলেছেন, তার স্বামী হোমোসেক্সুয়াল। তার স্বামী হোমোসেক্সুয়াল হওয়ার করার নাকি তাদের সম্পর্ক ভেঙে যায়। এদিকে প্রাক্তন স্ত্রী সুচিত্রার এমন দাবি উড়িয়ে দিয়েছেন কার্তিক।

কার্তিক বলেন, তিনি সমকামী হলে সেটি গর্বের সঙ্গে স্বীকার করে নিতেন৷ প্রাক্তন স্ত্রী-এর এই দাবিকে নস্যাৎ করেছেন তিনি। এদিকে বলিউডের পরিচিত মুখদের নিয়ে একাধিক নেতিবাচক মন্তব্য করার জেরে সুচিত্রাকে কটাক্ষ করেছেন অনেকেই। কেউ বলছেন, প্রচারের আলো পাওয়ার জন্য এমন মন্তব্য করছেন তিনি৷ আবার কেউ বলছেন, কে এই মহিলা? তার কি যোগ্যতা?