সিদ্ধার্থের ব্লেজারের কলার টেনে বাহুডোরে বাঁধলেন রহস্যময়ী! কিয়ারার কাছে ক্ষমা চাইলেন অ্যালিসিয়া

বাড়িতে সুন্দরী স্ত্রী থাকতেও অন্য এক মহিলার বাহুডোরে দেখা গেল অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে! যা দেখার পর বেজায় চটে গিয়েছেন অনুরাগীরা। কী প্রতিক্রিয়া কিয়ারার? সে বিষয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। সিদ্ধার্থের অনুরাগীর সংখ্যা কম নয়। যার মধ্যে বেশিরভাগই মহিলা।

কিয়ারার সাথে বিয়ের পর একপ্রকার মন ভেঙেছিল তার মহিলা অনুরাগীদের। তবে সম্প্রতি যে ভিডিও প্রকাশ্যে এসেছে তা দেখে বেজায় চটে গিয়েছেন তারা। ভিডিওতে দেখা যাচ্ছে সিদ্ধার্থের পরনে রয়েছে কালো রঙের ব্লেজার এবং প্যান্ট। আর সে মহিলা অর্থাৎ মডেল অ্যালিসিয়া কউরের পরনে রয়েছে রুপালি গাউন।

সিদ্ধার্থের ব্লেজারের কলার টেন তাকে কাছে টেনে আনেন অ্যালিসিয়া। সেই ডাকে সাড়া দিয়ে তাকে ধরে দু’হাত দিয়ে ধরেন অভিনেতাও। তবে সেটি যে মোটেই পছন্দ করেননি নেটিজেনরা, তা বোঝা গিয়েছে বিভিন্ন কমেন্ট দেখেই। অনেকে প্রশ্ন তুলেছেন, ‘কিয়ারা কোথায়? তিনি কি এ সব দেখছেন?’ আর একজন আবার লিখেছেন, ‘সিদ্ধার্থ আপনাকে তো সেই ঘরেই ফিরতে হবে। একটু সামলে।’

অন্যদিকে বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করেছেন অ্যালিসিয়া নিজেও। সোশ্যাল মিডিয়া পোস্ট করে তিনি লেখেন, ‘দুঃখিত কিয়ারা।’ তবে আপনাদের জানিয়ে রাখা ভালো এই ঘটনাটি কিন্তু একটি ফ্যাশন শো’এর জন্যই করা হয়েছে। তবে কিয়ারা এখনও এই বিষয়ে কোনোরকম মন্তব্য করেননি। যদিও মনে করা হচ্ছে তিনি সেটি ভালো চোখে দেখেননি।

উল্লেখযোগ্য, ‘কাপল-গোল’ হিসেবে সিদ্ধার্থ এবং কিয়ারার জুটিকে দেখানো হয়। দু’জনেই নিজেদের কেরিয়ারে সফল। গতবছর বিয়ের পিঁড়িতে বসেন তারা। ‘শেরশাহ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করার পর প্রেম শুরু হয় তাদের মধ্যে। বর্তমানে দু’জন নিজেদের কেরিয়ার নিয়ে ভীষণ ব্যস্ত।

আরও পড়ুন,
*বিবাহ বিচ্ছেদ জল্পনার মাঝেই একই মঞ্চে পুরস্কৃত যিশু-নীলাঞ্জনা! উপস্থিত কি থাকবেন?