স্বামীকে জেতাতে ‘যুদ্ধক্ষেত্রে’ নামলেন সায়নের সদ্য বিবাহিত স্ত্রী

Sion's newly wedded wife campaigned to win her husband

এবার সহধর্মিনীকে নিয়ে ভোটের প্রচারে দেখা গেল তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়কে। গত ফেব্রুয়ারী মাসেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন তারা। তাদের বিয়ের ছবি ও ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবার দু’জনকে দেখা গেলো একসাথে ভোটের প্রচার করতে।

শনিবার ভোটের প্রচারে নেমেছিলেন সায়ন। সাথে ছিলেন তার স্ত্রী তমশ্রী দেবনাথ। শুধু তাই নয় ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীও। নবীন ও প্রবীণ নেতার যুগলবন্দীতে জমে উঠেছিল ভোটের প্রচার। আমরা সকলেই জানি যে ভোটের সময়সূচী প্রকাশ হওয়ার পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা।

তৃণমূল বিজেপি থেকে শুরু করে অন্যান্য দলের নেতা-নেত্রীদের প্রচার করতে দেখা গিয়েছে। সেরকমই সায়ন ব্যানার্জিকে দেখা দিয়েছে তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত কোলাঘাটের গোপালনগর থেকে মাছিনান বাজার পর্যন্ত প্রচার করতে।

সাথে জনসংযোগ করতেও ভোলেননি তিনি। রাস্তায় যেসব সাধারণ মানুষ দাঁড়িয়ে ছিলেন তাদের সাথে হাত মেলান এবং কথা বলেন। এদিন সায়ন বলেন, ‘সুজন’দা আমার সঙ্গে প্রচারে এসেছেন এটা বাড়তি পাওনা। তৃণমূল, বিজেপির নবীন-প্রবীণ দ্বন্দ্ব, মারপিট, কুস্তোকুস্তি চলছে। আমাদের দলে এই সব হয় না। কারণ আমরা আদর্শ ও মতাদর্শের জন্য লড়ি।’

অন্যদিকে তার স্ত্রীয়ের ভোটপ্রচারে আসা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘ও তো আমারই সহযোদ্ধা। এটা যেহেতু যুদ্ধক্ষেত্র তাই গণতন্ত্রের সবথেকে বড় লড়াইয়ে ও আমার পাশে এসেছে। ও নিজেও ইঞ্জিনিয়ার তাই বোঝে বামেদের গুরুত্ব ঠিক কতখানি।’