‘শীতকালীন রোদ্দুর আর কলকাতা’..কোন বিশেষ বার্তা দিলেন সোহিনী? দেখুন

সম্প্রতি এবার শীতের অলস দুপুর উপভোগ করতে দেখা গেল অভিনেত্রী সোহিনী সরকারকে। যে ভিডিও তিনি তুলে ধরেছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। সোশ্যাল মিডিয়াতে তিনি কতটা সক্রিয় তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। বিভিন্ন সময় বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করতে দেখা যায় তাকে।

যদিও বেশিরভাগ সময় থাকে বিভিন্ন গাছপালা এবং পশুপাখির সাথেই দেখা যায়। আসলে প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক রয়েছে এই অভিনেত্রীর। তাইতো মাঝেমধ্যেই প্রাণভরে নিঃশ্বাস নিতে ছুটে যান প্রকৃতির মাঝে। সেখান থেকে কয়েক মুহূর্ত তুলে এনে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।

সেরকমই এবার কলকাতার অলস দুপুর উপভোগ করতে দেখা গিয়েছে তাকে। একটি সাদা রঙের কুর্তা-পাজামায় দেখা গিয়েছে সোহিনীকে। কখনো তিনি রাস্তা দিয়ে হেঁটে চলেছেন আবার কখনো তার ওড়না উড়িয়ে দিচ্ছেন বাতাসে। শুধু তাই নয় ফুলের সাথে বসে খেলা করতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে।

সূর্যের আলো ভীষণই নরমভাবে গায়ে মেখেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘শীতকালীন রোদ্দুর আর কলকাতা।’ আসলে শীতকালে কলকাতার সৌন্দর্য্য বেড়ে যায় বহুমাত্রায়। সেখানকার রাস্তাঘাট গাছপালা সবই যেন ভালোবাসায় ভরিয়ে তোলে পথযাত্রীদের।

সেই বিষয়টি তুলে ধরতে চেয়েছেন অভিনেত্রী সোহিনী। তার এই ভিডিও দেখার পর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। প্রত্যেকের মুখে একটাই কথা কীভাবে প্রকৃতির সৌন্দর্য্য ভরপুর উপভোগ করতে হয় তা এই অভিনেত্রীর থেকে শেখা উচিত সকলের। কারণ, সমস্ত কোলাহল থেকে সরে গিয়ে তিনি বরাবর গাছপালার মধ্যে শান্তি খুঁজে পান।