বাংলার মহারাজা কিংবা বাঙালির গৌরব বলতে যাকে বোঝানো হয় তিনি হলেন সৌরভ গাঙ্গুলি। প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় ও ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বাঙালির প্রিয় মানুষ। এবার সৌরভকে দেখা গেলো হাতা ও খুন্তি নিয়ে রান্না করতে। নিজের হাতে ইলিশ মাছ রান্না করলেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে।
সেখানে দেখা গিয়েছে অ্যাপ্রন পরে রান্না করছেন সৌরভ গাঙ্গুলি। জানা গিয়েছে, ওই রান্নাটি তিনি করছিলেন কোনো একটি কুকিং অয়েল কোম্পানির অনুষ্ঠানের জন্য। আর সেই অনুষ্ঠানে হাজির হয়ে একেবারে ইলিশ মাছ রান্না করে ফেললেন তিনি। ভিডিওতে দেখা গেলো তিনি মাছের গায়ে নুন ও হলুদ মাখাচ্ছেন। যদিও পাশে থাকা এক বৃদ্ধা তাকে সব বলে দিচ্ছিলেন। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
ভিডিও দেখে অনেকে নানান মন্তব্য করেছেন। একজনকে মন্তব্য করতে দেখা গেলো, “কী করতে হবে ক্লু লেস বেচারা।” আবার আরেকজন মন্তব্য করেছেন, “টাকার জন্য মানুষ সব কিছু করতে পারে।” তবে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। সৌরভ যদি বিনোদনে অংশ নেওয়ার পাশাপাশি জি বাংলার পর্দায় ‘দাদাগিরি’ গেম শো-এর সঞ্চালক হিসেবে রয়েছেন বহুদিন।
তিনি উপস্থিত থাকলে যেনো শো’টি পূর্নতা পায়। এহেন একাধিক ব্যক্তিত্বের অধিকারী সৌরভকে নিয়ে বলি পাড়ায় আসতে চলেছে নতুন ছবি। বলিউড অভিনেতা আয়ুস্মান খুরানা সৌরভ গাঙ্গুলির ভূমিকায় অভিনয় করবেন বলে জানা গিয়েছে। তবে সিনেমাটি কবে দেখতে পাওয়া যাবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
জানা যাচ্ছে, সৌরভের বায়োপিক ছবিটি পরিচালনা করছেন বিক্রম আদিত্য মোটওয়ানি। আর সেই ছবির জন্য সৌরভ বেশ সতর্ক। অভিনেতার অভিনয় যাতে সৌরভের আদবকায়দার সঙ্গে মেলে সেটির প্রতি সম্পূর্ণ সজাগ সৌরভ।
আরও পড়ুন,
*‘… তাদেরও শাস্তি হওয়া উচিৎ’, আর জি কর কাণ্ড নিয়ে সরব পরমব্রত