Sreelekha Mitra: ‘কালীর নরকঙ্কালের মুণ্ডমালায়..’ জোজোর ছেলে’কে ট্রোল, প্রতিবাদে গর্জে উঠলেন শ্রীলেখা

Sreelekha Mitra protests trolls over Jojo's son's skin colour

Sreelekha Mitra: সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের মানুষের আনাগোনা। সমাজ মাধ্যমে একবারের জন্য ট্রোলিং-এর শিকার হননি এমন সেলিব্রিটি খুঁজে পাওয়া মুশকিল। সাধারণ মানুষও ট্রোলিং-এর শিকার হন। তাই সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটিদের ট্রোলড্ হওয়ার বিষয়টি এখন জলভাত হয়ে গিয়েছে। কিন্তু কোনোরকম লাইমলাইটে না থেকেও এক শিশুকে ট্রোল করতে ছাড়েনি সোশ্যাল মিডিয়া।

তবে সে জনপ্রিয় না হলেও তার মা বেশ জনপ্রিয় একজন গায়িকা। তিনি হলেন জোজো। বাংলা গানের জগতে জোজোর নাম অনেকেই শুনেছেন। তার রয়েছে ছেলে। কিছুমাস আগে নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছেলের সঙ্গে ভিডিও পোস্ট করেন জোজো। আর সেখানেই ট্রোল করা হয় ওই বাচ্চা ছেলেটিকে। তার গায়ের রং নিয়ে কটুক্তি শুনতে হয় জোজোকে।

সেইসময় জোজো যারা ট্রোলিং করছিলেন তাদের মোক্ষম জবাব দিতেও ছাড়েননি। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড শো-তে দেখা হয় শ্রীলেখা ও জোজোর। সেখানেই জোজো ও তার ছেলের সঙ্গে ছবি তোলেন শ্রীলেখা। সেই ছবিগুলি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেন শ্রীলেখা। এরপর জোজোর ছেলেকে ট্রোলিং করার প্রসঙ্গ টেনে বিরোধীতা করেন শ্রীলেখা।

আরও পড়ুন,
*‘আপনি চলে গিয়ে বেঁচে গেছেন’, প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ শ্রীলেখা

তিনি বলেন, “এই মেয়েটির (জোজো) ফ্যান আমি বহুদিন থেকেই। জোজো ওর গানের জন্য তো বটেই মানুষ হিসেবেও আমার খুবই পছন্দের। কোনও মার প্যাঁচ নেই ওর মধ্যে। আর এখন তো ওর এসি হয়ে গিয়েছি আমি এই মিষ্টি পুচকুটাকে নিজের করার পর। কিন্তু শুনলাম ওকে নাকি ট্রোল করা হয়েছিল এই বাচ্চাটার কারণে। এটা আগে হলে মানতে অসুবিধা হতো, এখন আর হয় না।”

তিনি আরও বলেন, “যত মানুষ চিনছি, তাদের কদর্য রূপ দেখছি ততই এই শ্রেণীর উপর বিদ্বেষ জন্মাচ্ছে। নিজেরা তো এমন কাজ করতে পারে না, কূপমুণ্ডকের দল। অন্যরা যে কাজ করছে সেটার প্রশংসা না করতে পারলে নিজেদের কালো মনের পরিচয় নিজেদের কাছেই রাখুন। নইলে মা কালীর নরকঙ্কালের মুণ্ডমালায় আপনার মুণ্ডুও থাকতে পারে।”

এই পোস্টটি জোজো নিজের টাইমলাইনে শেয়ার করেছেন এবং সকলেই শ্রীলেখাকে সমর্থন করেছেন। কিছু মাস আগে জোজে নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছেলের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেন। সেখানেই একজন মন্তব্য করেন, “ভালো বাড়ির ছেলে দত্তক নিতে পারতে, মানায়নি।” এরপরই তাদের মোক্ষম জবাব দেন জোজো।

আরও পড়ুন,
*Guess The Actor: টলিউডের জনপ্রিয় স্টার’কে চিনতে পারলেন? নীল জামা পরে দাঁড়িয়ে আছে সাইফের পাশে
*প্রচন্ড গরমে ভিজে কাপড় ঘর কুল রাখবে