হানিমুন থেকে ফিরে এসেই মেয়ে-জামাই এমন খবর দিলো তাকে, যে ছুটে আসতে হলো মেয়ে-জামাইয়ের বাড়িতে। কথা হচ্ছে অভিনেতা কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সম্পর্কে। বিয়ের পর হানিমুন সারতে যেতে পারেননি তারা। তাই তো বেশ কয়েকমাস পর মালদ্বীপে ঘুরতে গিয়েছিলেন।
তবে সেখান থেকে ফিরে এসেই এমন এক কাণ্ড ঘটিয়েছেন যে ছুটে আসতে হয়েছে শ্রীময়ীর মা’কে। আসলে মালদ্বীপ থেকে ফিরে এসে জ্বরে ভুগছেন কাঞ্চন এবং শ্রীময়ী। মুখে কোন স্বাদ পাচ্ছেন না তারা। এই পরিস্থিতিতে শ্রীময়ীর মা এসে বানিয়েছেন ভালো ভালো খাবার।
যে তালিকায় রয়েছে রাধাবল্লভী, মালপোয়া, আলুর দম ইত্যাদি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করেছেন শ্রীময়ী নিজেই। যেখানে দেখা যাচ্ছে তিনি তার মা’কে জিজ্ঞেস করছেন, ‘মা কী করছো?’ তখন তার মা উত্তরে বলেন, ‘এই যে রাধাবল্লভী বানাচ্ছি।’
এরপরে শ্রীময়ী বলতে শুরু করেন তারা মালদ্বীপ থেকে ফিরে আসার পর থেকে জ্বরে পড়েছেন। তাই তো মুখে কোনো স্বাদ পাচ্ছেন না। পাশের দোকানে কচুরি বানায় তবে সেই দোকান বন্ধ। তাইতো বাধ্য হয় তার মা’কে মেয়ের পছন্দের খাবারগুলি বানাতে হচ্ছে।
উল্লেখযোগ্য, গত মার্চ মাসে সামাজিক নিয়মে বিয়ে করেছেন শ্রীময়ী এবং কাঞ্চন। দীর্ঘ সমালোচনা পেরিয়ে সুখে সংসার করছেন তারা। যদিও সেই সময় কাজের ব্যস্ততার কারণে হানিমুনে যেতে পারেননি। কাঞ্চন এই বিষয়ে জানিয়েছিলেন ঘুরে আসবেন কাজ মিটলে। সেরকমটাই হলো, মালদ্বীপ থেকে হানিমুন সেরে আসলেন তারা।