সদ্য মা হওয়া শ্রীময়ীকে উপদেশ দিলেন দুই সন্তানের মা শুভশ্রী! কী জানালেন জানুন

কয়েকদিন আগেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। যেহেতু তিনি প্রথমবার মা হয়েছেন তাই বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন রকমের টিপস নিচ্ছেন সন্তানকে বড়ো করার জন্য। সেরকমই এবার অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে টিপস দিতে দেখা গেল দুই সন্তানের মা শুভশ্রী গাঙ্গুলীকে।

যে ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সকলেই জানেন আদর্শ স্ত্রী হওয়ার পাশাপাশি শুভশ্রী একজন আদর্শ মা। তিনি খুব ভালো মতোই জানেন কীভাবে সন্তানদের যত্ন করতে হয়। তাইতো এবার শ্রীময়ীকে সন্তানের যত্ন নেওয়ার টিপস দিলেন তিনি।

বাধ্য মেয়ের মতন ঘাড় নেড়ে সেগুলো শুনতে দেখা গিয়েছে শ্রীময়ীকে। আসলে সম্প্রতি ‘সন্তান’এর বিশেষ স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন একগুচ্ছ তারকারা। টলিউডের বিভিন্ন তারকাদের পাশাপাশ সেদিন দেখা গিয়েছে টেলি ইন্ডাস্ট্রির সকলকে। সেখানেই শ্রীময়ী ও কাঞ্চনের সাথে আলাদাভাবে কথা বলতে দেখা যায় শুভশ্রীকে।

তিনি বলেন বাচ্চা ছোট তাই তাকে খুব সাবধানে খেয়াল রাখার। তাকে যত্ন করার। আসলে প্রত্যেক অভিজ্ঞ মায়েরাই সদ্য মা হওয়া মহিলাদের এই টিপস দিয়ে থাকেন। সেরকমটাই হয়েছে তাদের ক্ষেত্রেও। এই বিষয়টি প্রকাশ্যে আসতেই শুভশ্রীর প্রশংসা করেছেন নেটিজেনরা।

অন্যদিকে সন্তানের প্রশংসায় পঞ্চমুখ দর্শকেরা। প্রত্যেকে বলছেন সকলের অভিনয় দুর্দান্ত হয়েছে। এছাড়াও রাজ চক্রবর্তীর প্রশংসা করতে দেখা গিয়েছে সকলকে। এই সিনেমায় শুভশ্রী ছাড়াও অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনাসূয়া মজুমদার, ঋত্বিক চক্রবর্তী প্রমুখ তারকারা। মূলত সন্তানের সাথে বাবা-মায়ের সম্পর্কের টানাপোড়েন নিয়ে এই সিনেমা তৈরি হয়েছে।