আরজিকর কর্মকাণ্ডের পর তিনি প্রতিদিন রাস্তায় নেমেছে। সমাবেশে সম্মুখ থেকে নেতৃত্ব দিয়েছেন। ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন। তাদের হয়ে প্রতিবাদ করেছেন। একের পর এক শেয়ার করেছেন। আর এর জন্য তাকে কম নিন্দার মুখে পড়তে হয়নি। ঐদিনও ঘটলো একই ঘটনা। তারপরে তিনি একটি বড় ঘটনা সবার সম্মুখে আনলেন। কী? তারকা নাকি ভোটে লড়বেন!
সেদিন সুদীপ্তার নিন্দা করে একটি পোস্টে একজন লোক লিখেছেন, ‘সুদীপ্তা কি ভোটে দাঁড়াবেন সিপিএমের হয়ে’? উত্তরে তারকা লেখেন,’এ বাবা, কি করে বুঝে গেলেন? কি যে সমস্যা হচ্ছে না। কি আর বলবো! সব বিষয়ে মানুষ আগে থেকেই জেনে যাচ্ছে। ধুর! রাষ্ট্রটা বুদ্ধিমান মানুষে ভরে গেছে।’ এরপর তিনি উৎসাহ নিয়ে আরো লেখেন, ‘হ্যাঁ ভোটে দাঁড়াচ্ছি। সিট নিয়ে দামদর চলছে। চূড়ান্ত পর্যায়ে গেলে জানাচ্ছি। সাথে থাকবেন।’
সুদীপ্তার এই কমেন্ট অনেক মানুষ প্রতিক্রিয়া করেছেন। সবাই জানে তারকা সব সময় স্পষ্টবাদী। তিনি এবং তার দিদি বিদীপ্তা চক্রবর্তীকে আরজিকরের অনেক প্রতিবাদী সম্মেলনে ডাক্তারদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে। এই বেশ কিছুদিন আগেই যখন তারকা থেকে ডাক্তার কিঞ্জল নন্দকে নাম না করে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় হামলার উৎপত্তি টাকা দিয়ে মেডিকেল পড়ার জন্য তখন সর্বপ্রথম সুদীপ্তা চক্রবর্তী ওটার বিরোধিতা করেন।
লেখেন, ‘হ্যালো অনিকেত দা! এই আন্দোলনের সেই প্রথম দিন থেকে আমি উপস্থিত, অথচ আমি তো প্রাইভেট, জনতা, সরকারি কোন মেডিকেল কলেজে পড়িনি। ডাক্তারি ‘ড’ ও জানিনা। একটা প্যারাসিটামল খেতে হলেও চিকিৎসককে জিজ্ঞাসা করে খাই। তাহলে আমার কি আর এই নির্বিচারের বিরুদ্ধে প্রতিবাদ করা হবে না? এই সমাজ কি আমাকে বা আমার ন্যায় বিচার চাওয়ার দাবি কে গ্রহণ করবে না?’