Sultan of Brunei: সোনায় মোড়া প্রাসাদ, গ্যারাজে রয়েছে ৭০০০ গাড়ি, সেই সুলতানের আতিথেয়তায় নরেন্দ্র মোদী

Sultan of Brunei: এবার দক্ষিণ পশ্চিম এশিয়ার রাষ্ট্র ব্রুনেইয়ের সুলতানে প্রথম পদার্পণ করতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা যাচ্ছে আগামী দিনে যাতে ভারতের সঙ্গে ব্রুনেইয়ের সম্পর্ক যাতে আরও উন্নততর হয় তার জন্য এই সফর। ওই দেশের সুলতান হাসানাল বলকিয়ার তরফে ভারতের প্রধানমন্ত্রীকে আহ্বান জানানো হয়েছে। তবে অনেকেই জানেন না এই সুলতান কে!

বিশাল সম্পত্তির মালিক সুলতান। আর তাই তার জীবনযাত্রার মান অনেকটাই বিলাসবহুল। তবে জেনে নেওয়া যাক তার সম্পত্তিতে কি কি জিনিস রয়েছে। জানা যাচ্ছে, বিশ্বের সবথেকে বেশি প্রাইভেট গাড়ি রয়েছে তার গ্যারেজে। তার গ্যারেজে রয়েছে ৭০০০টি বিলাসবহুল গাড়ি। এই গাড়ির দাম ৫ মিলিয়ন ডলার। এর পাশাপাশি রয়েছে ৬০০টা রোলস্। ৪৫০টি ফেরারি ও ৩৮০টি বেন্টলে রয়েছে তার গ্যারেজে।

এর পাশাপাশি বেশ কিছু সংবাদমাধ্যম যেমন কার বুজ ও সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে জানা যায় সুলতানের রয়েছে পোর্সে, লম্বারগিনি, মেব্যাক্স, জাগুয়ার, বিএমডব্লিউ সহ একাধিক গাড়ি। এর পাশাপাশি তার রোলস রয়েস গাড়িটি সোনা দিয়ে বাঁধানো একটি গাড়ি।

তবে শুধু গাড়ি নয়, তিনি যে প্যালেসে থাকেন তা এতটাই আকর্ষণীয় ও আলাদা যার ফলে সেটি গিনেস বুকে নাম তুলেছে। তিনি ইস্তানা নুরুল ইমান নামক প্যালেসে থাকেন। জানা যাচ্ছে, এই প্রাসাদ রয়েছে দুই মিলিয়ন ফুট জায়গা জুড়ে। প্যালেসের মধ্যে রয়েছে সুইমিং পুল, ১৭০০ বেড রুম, ২৫৭টি বাথরুম, ১১০টি গ্যারেজ।

এর পাশাপাশি তার রয়েছে চিড়িয়াখানা যার মধ্যে রয়েছে ৩০টি রয়্যাল বেঙ্গল টাইগার। ৭৪৭টি বিমান রয়েছে। এমন বিলাসবহুল জীবনযাত্রা সুলতানের। এবার তারই অতিথি হয়ে সেখানে হাজির হতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন,
*Stree 2: বক্স অফিসে দারুণ ব্যবসা, ৫০০ কোটি টপকাল স্ত্রী ২!