সুশান্তের নাম ভাঙিয়েই নাকি ‘বিগবস’ জিততে চেয়েছিলেন প্রাক্তন প্রেমিকা তথা অভিনেত্রী অঙ্কিতা লোখাণ্ডে! এমনই অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। তবে সম্প্রতি সেই বিষয়ে মুখ খুলতে দেখা গিয়েছে তাকে। প্রতিযোগী হিসেবে অঙ্কিতা এবং তার স্বামী ভিকি দু’জনেই ছিলেন ‘বিগবস’এ।
যেখানে স্বামীর সামনে বারবার সুশান্তের কথা বলতে দেখা গিয়েছে তাকে। এমনকি সুশান্তের নাম বলে কাঁদতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে। যা দেখার পর অনেকেই বলেছেন সুশান্তের কথা বলেই ‘বিগবস’ জিততে চাইছেন এই অভিনেত্রী।
আরও পড়ুন,
*‘আমি কিন্তু একা অভিনয় করিনি, সাথে আমার সন্তানও ছিল’: অন্তঃসত্ত্বা ইয়ামি গৌতম
*Ravindra Jadeja: বিয়ের পর বাড়ির লোককে ভুলে গিয়েছেন জাদেজা, অভিযোগ বাবার, পালটা দিলেন তারকা অলরাউন্ডার
তবে এই বিষয়ে একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সুশান্তের নাম উচ্চারণ করার জন্য আমি কারো কাছ থেকে অনুমতি নেবো না। কেন আমি ওর কথা বললাম আমি কাউকে কৈফিয়তও দেবো না। কেউ যদি আমার জীবনে কিছু সুন্দর করে থাকে তাহলে তাকে নিয়ে আমি আলোচনা করতেই পারি।’
একইসাথে তিনি বাবার প্রসঙ্গে এনে বলেন, ‘আমি আমার বাবাকে নিয়েও কথা বলেছি। কারণ, তিনি আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। আর সুশান্তের কথা বলেছি আমি একজনকে মনের জোর দেওয়ার জন্য। কারণ, সুশান্ত আমাদের মধ্যে না থাকলেও ওর ভালো গুণগুলো রয়ে গিয়েছে।’
উল্লেখযোগ্য, ২০২০ সালের ১৪ই জুন তার ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অভিনেতার মৃত্যু আজও রহস্য হিসেবেই রয়ে গিয়েছে। যদিও অঙ্কিতা জানিয়েছিলেন সুশান্তের মৃত্যুর ‘কারণ’ তিনি জানেন। সাথে এও জানান যে তিনি সুশান্তকে সাদা কাপড়ে জড়ানো দেখতে পারবেন না বলে শেষকৃত্যতেও যাননি।
আরও পড়ুন,
*Mrunal Thakur: ‘একটুও ‘সেক্সি’ দেখতে নন’, শরীর নিয়ে কটাক্ষের পালটা জবাবে পরিচালকে কী বলেন ‘সীতা রামাম’ খ্যাত ম্রুনাল
*গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বাংলাদেশের নুসরত ফারিয়া, কেমন আছেন অভিনেত্রী?