ভরপুর আনন্দে মেতেছেন সমুদ্রসৈকতে, শর্ট ড্রেসে লাস্যময়ী সুস্মিতা! কার সঙ্গে গেলেন?

সহকর্মীকে নিয়ে সমুদ্র ভ্রমণে গেলেন অভিনেত্রী সুস্মিতা দে! সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশ কিছু ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে সমুদ্রসৈকতে ভরপুর আনন্দ করছেন তারা। ‘কথা’ ধারাবাহিকের অভিনেত্রী সুস্মিতা।

খুব কম সময়ের মধ্যেই ধারাবাহিকটি তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। অনস্ক্রিন নায়ক সাহেব ভট্টাচার্যের সাথে তার রসায়ন বেশ উপভোগ করছেন দর্শকেরা। তবে কাজের ফাঁকে নিজেকে সময় দিতেও ভোলেন না অভিনেত্রী। তাইতো সহকর্মী দিয়া মুখোপাধ্যায়কে নিয়ে সমুদ্রে পাড়ি দিয়েছেন তিনি।

ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তুমি যত নিজেকে জানবে, নিজের চাহিদাকে জানবে ততই পারিপার্শ্বিক জিনিসগুলো তোমায় কম প্রভাবিত করবে।’ ছবিগুলোতে তাকে শর্টস এবং ক্রপ টপ পরিহিত অবস্থায় দেখা গিয়েছে। খোলা চুলে লাস্যময়ী লাগছিল অভিনেত্রীকে।

উল্লেখযোগ্য, ‘কথা’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সুস্মিতা। যেখানে নায়কের ভূমিকায় রয়েছেন সাহেব ভট্টাচার্য। শোনা যাচ্ছে সাহেব ভট্টাচার্যের সাথে নাকি অফস্ক্রিনেও তার সম্পর্ক বেশ ঘনিষ্ট হয়েছে ধীরে ধীরে। এমনকি এও শোনা যায় যে সাহেবের কারণে নাকি বিয়ে ভেঙেছে তার।

হয়তো অনেকেই জানেন গত ফেব্রুয়ারি মাসে আংটিবদল করেছেন অনির্বাণ রায়ের সাথে। এমনকি একসাথে ফ্ল্যাট কেনার কথাও জানিয়েছিলেন তারা। তবে এরই মাঝে শোনা যায় সেই বিয়ে ভেঙে ফেলেছেন সুস্মিতা। যদিও তার নেপথ্যে কী কারণ রয়েছে তা এখনো জানা যায়নি।