একমাত্র মেয়ের জন্য নিজের সবটুকু উজাড় করে দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি! মেয়েকে তিনি কতটা ভালোবাসেন, কতটা আগলে রাখেন তা বোঝালেন একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে। আসলে সব মায়েদের বৈশিষ্ট্যটাই এরকম। মা হওয়ার পর তাদের নিজস্বতা বলে কিছু থাকেনা বরং সবটাই থাকে সন্তানকে ঘিরে।
এই অভিনেত্রী একাই মানুষ করছেন তার মেয়েকে। তাই অন্যান্যদের থেকে তার লড়াইটা একটু কঠিন। আর যেহেতু এখন কঠিন সময় চলছে পশ্চিমবঙ্গে তাই তিনি একটু বেশি চিন্তা করছেন তার মেয়েকে নিয়ে। পড়াশোনার জন্য বিদেশে থাকেন তার কন্যা। তার একটি ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় অনেক কথা লিখেছেন স্বস্তিকা।
লেখন, ‘আমার হৃদয়, আমার সম্পূর্ণ হৃদয়টাই তার। আমার ফুসফুস, কিডনি, অন্ত্রও তার। আমার জরায়ু এবং ডিম্বাশয় যতদিন আমার শরীরে থাকবে সব তার। আমার মাংস, হাড়, পেশী, আমার স্নায়ু, আমার ইন্দ্রিয় সবই তার। মা হওয়ার সবচেয়ে সুন্দর অংশ হলো আপনি আপনার নন, আপনি তাদের।’
‘আমি তোমাকে ভালোবাসতে বেঁচে আছি, তুমি যা হতে চাও তোমায় তাই তৈরি করতে, তুমি যা করতে চাও তা সবকিছু করতে। আমি আমার শেষ সময় পর্যন্ত এখানে আছি তুমি যা হারাবে তা পূরণ করতে। তুমি যা তৈরি করেছো তা লালন করতে। আমি তোমার সঙ্গ ছাড়া আর কোনো জীবন চাই না।’
আরও লেখেন, ‘যতক্ষণ না আমাদের আবার দেখা হয়, নিরাপদ থাকো, নিরাপদে থাকো। এটাই একমাত্র চাওয়া এই কঠিন সময়ে। আমার সোনা, আমার বাচ্চা তোমার মা হিসেবে আমাকে বেছে নেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। মনে রাখবে আমি সবসময় তোমাকে ভালোবাসি।’
আরও পড়ুন,
*স্কুলে যৌন-সচেতনতার পাঠ পড়ানো হবে! আর জি কর কাণ্ডের পর ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশেষ উদ্যোগ