প্রত্যেক মেয়েরই স্বপ্ন থাকে তাদের মায়ের মতোন হওয়ার। মায়ের মতোন দেখতে হতে চাওয়া, তার মতোন হাঁটাচলা করা, তার ছায়া হয়ে বাঁচা। ব্যতিক্রমী নন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জীও। সম্প্রতি সেই তথ্যই তিনি তুলে ধরেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। অনেক পুরনো একটি ছবি পোস্ট করেছেন তিনি।
যেখানে দেখা যাচ্ছে তিনি, তার মা এবং বোন বসে রয়েছেন। প্রথম দেখায় হয়তো অনেকেই ভুল করতে পারেন তার মা’কে দেখে। কারণ বর্তমানে স্বস্তিকা যেমন দেখতে ঠিক তেমনি তার মা’কেও লাগছে। এই ছবি মূলত একটি বিয়েবাড়ির। আসলে চারিদিকে এতো বিয়েবাড়ি তাই তিনিও বিয়েবাড়ির একটি ছবি পোস্ট করেছেন।
ক্যাপশনে লিখেছেন, ‘মায়ের মতোন দেখতে লাগবে এটাই আমার সারাজীবনের চাওয়া। মায়ের মতোন চুল হবে, মায়ের মতোন বসবো, কথা বলবো, মায়ের ছায়া হয়ে বাঁচবো। ছোটবেলাটা বেশ ছিল, হঠাৎ কবে যেন বড়ো হয়ে গেলাম। চারদিকে এতো বিয়েবাড়ি, আমাদেরও একটা বিয়েবাড়ির ছবি খুঁজে পেলাম।’
যা দেখার পর সকলের মুখে একটাই কথা স্বস্তিকা সম্পূর্ণ মায়ের মতোন দেখতে হয়েছে। কারণ, সেখানে প্রথম দেখায় সকলেই ভেবেছেন তার মাই হলেন স্বস্তিকা। পাশাপাশি তাদের ভালোবাসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্য করেছেন সকলে।
উল্লেখ্য, ২০১৭ সালে মা গোপা মুখার্জিকে হারিয়েছেন স্বস্তিকা। এরপর ২০২০ সালে বাবা তথা অভিনেতা সন্তু মুখার্জীকেও হারিয়েছেন। প্রত্যেক মুহূর্তে তিনি তার বাবা-মায়ের অনুপস্থিতি অনুভব করেন। যা আগেও জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তবে এভাবেই মানিয়ে নিয়েছেন নিজেকে। বাকিটা জীবন তাদের স্মৃতি নিয়েই বাঁচবেন।