দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলে বিরাট কোহলিকে প্রপোজ করা সুন্দরী, চিনুন এই মহিলা ক্রিকেটারকে

The beauty who proposed to Virat Kohli when he married his long-time girlfriend, meet this female cricketer

গতবছর বাগদান সারার পর এবছর বিয়ে সেরে ফেললেন ইংল্যান্ড সিনিয়র মহিলা দলের ক্রিকেটার ড্যানিয়েল ওয়াট। আর কিছুদিন পরেই মহিলা ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে চলেছে। তার আগেই দীর্ঘদিনের সঙ্গীকে বিয়ে করলেন ড্যানিয়েল। গত রবিবার জিওর্জি হজের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। আর সেই ছবি সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি।

জানা যায়, ড্যানিয়েল ওয়াট ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে একটি জনপ্রিয় নাম। তার কারণ তিনি একবার জনসমক্ষেই ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। যদিও বাস্তবে তা সম্ভব হয়নি। এদিকে দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে বিয়ে সেরে ফেললেন ওই মহিলা ক্রিকেটার৷

নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে তারা তাদের এই সমপ্রেমের কথা জানান। এর পাশাপাশি একাধিক বিয়ের মূহুর্তের ছবিও পোস্ট করেছেন তারা। সেখানে দেখা গিয়েছে ড্যানিয়েল এবং জিওর্জিকে একে অপরের হাত ধরে রাস্তা দিয়ে হাঁটছেন। এছাড়া ড্যানিয়েলের হাতে রয়েছে একতোড়া সাদা ফুল।

আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায় নিমেষেই। জনপ্রিয় ইংল্যান্ড দলের ক্রিকেটার ড্যানিয়েল ওয়াট গতবছর বাগদান সেরে ফেলেছেন। গত রবিবার চেলসির ওল্ড টাউন হলে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। জানা যাচ্ছে, ড্যানিয়েলের জীবনসঙ্গী একজন ফুটবল এজেন্ট। বিয়ের বেশ কিছু ছবি তাদের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করতে দেখা গিয়েছে।

দক্ষিণ আফ্রিকার এক সুন্দর পরিবেশে বিয়ে সারেন তারা। একাধিক ছবিতে তাদের দেখা গিয়েছে সাদা গাউনে। একে অপরকে চুম্বন করছেন সেই ছবিও দেখা গিয়েছে। ছবি পোস্ট করে লিখেছেন, “মেকিং ইট অফিশিয়াল। রোল অন পিটিং ২”।