অকালমৃত্যুর ভয় কেটে যাবে, শ্রাবণের প্রতি সোমবার কি ভাবে করবেন শিব পুজো? জানুন

শ্রাবণের প্রতি সোমবার ভক্তরা ভোলেনাথের আহ্বান করেন। বিভিন্ন স্থানে শিব ভক্তরা তার পুজো করে থাকেন। কেউ কেউ বাড়িতে উপবাস করে পুজো করেন আবার কেউ কেউ বাঁক নিয়ে শিব মন্দিরে গিয়ে পুজো করেন। হয়তো অনেকেই জানেন না মাটির তৈরি শিবলিঙ্গ পুজো করলে তার আশীর্বাদ পাওয়া যায় প্রচুর পরিমাণে। আসুন তাহলে জেনে নিন কীভাবে তারা আহ্বান করবেন।

উপকারিতা:

শিবপুরাণে বলা হয়েছে ভগবান শিবের উপাসনার জন্য শ্রেষ্ঠ হলো পার্থিব শিবলিঙ্গ। শ্রাবণের সোমবার উপবাস করে মাটির তৈরি শিবলিঙ্গকে পুজো করলে অকালমৃত্যুর ভয় দূর হয়। স্বাস্থ্যের অভূতপূর্ব উন্নতি হয়। আর্থিক দিক দিয়েও সমৃদ্ধি আসে। তবে এসব আশীর্বাদ পাওয়ার জন্য বিশেষ কিছু নিয়ম মেনে শিবের পুজো করতে হয়।

নিয়ম:

পার্থিব শিবলিঙ্গ তৈরি করতে কোনো পবিত্র নদী, পুকুর বা বেল তলার মাটি ব্যবহার করতে হবে। তাতে দুধ মিশিয়ে বিশুদ্ধ করে পূর্ব বা উত্তরদিকে মুখ করে মাটিতে গোবর, মাখন, গুড় ও ছাই মিশিয়ে একটি থালার মধ্যে শিবলিঙ্গ তৈরি করুন। খেয়াল রাখবেন শিবলিঙ্গের আকার জন্য বারো আঙ্গুলের থেকে বড়ো না হয়।

আরও পড়ুন,
*মহাদেবের প্ৰিয় শ্রাবণ মাসে সবুজ চুড়ি ট্রেন্ড! নেপথ্যে কারন কি জানেন?

পুজোর পদ্ধতি:

শ্রাবণের সোমবার পার্থিব শিবলিঙ্গের পুজো করার আগে পার্বতী, নারায়ণ, গনেশ এবং নবগ্রহকে আহ্বান করতে হয়। এবার ষোড়শপচার পদ্ধতিতে শিবলিঙ্গের পুজো করতে হবে। আপনি জল, ঘি, দুধ, দই, মধু, ধান, বেলপাতা, ধুতুরা ফুল, আকন্দ ফুল, গাঁজা ইত্যাদি নিবেদন করতে পারেন। ভোগ নিবেদন করার সময় ১০৮ বার ‘ওম নমঃ শিবায়’ জপ করুন। আপনি শিব চালিশাও পাঠ করতে পারেন। মনে করা হয় সোমবার পরিবারের সাথে শিবের পুজো করলে শারীরিক ও মানসিক দিক দিয়ে সুস্থ থাকা যায়।

অকালমৃত্যুর ভয় কেটে যাবে

ভক্তিভাবে শিবলিঙ্গের পুজো সেরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে।

আরও পড়ুন,
*বিবাহবিচ্ছেদ উদ্‌যাপন! ডিভোর্স হতেই আনন্দে মাতোয়ারা পাকিস্তানের তরুণী

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক