বিনামূল্যে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা অনুদান দিচ্ছে সরকার, জানুন আবেদন করার উপায়

ভারতবর্ষের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য সুখবর। ভারত সরকার ৫ লক্ষ টাকা স্বাস্থ্যবিমার অনুদান দেওয়ার ঘোষণা করেছে। যে মানুষগুলো আর্থিক অভাবে সঠিক চিকিৎসা করিয়ে উঠতে পারেন না অনেকের প্রাণ সংশয় হয় তাদের জন্য এই বীমা।

এর আগে থেকেই আয়ুষ্মান ভারতের প্রকল্পের সঙ্গে নাম নথিভুক্ত করা ছিল তাদের ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমার পাশাপাশি ৭০ বছর বয়সের সদস্যদের। এবার থেকেও প্রয়োজনে বেশি টাকা দেয়া হবে এবং স্বাস্থ্য কভারেজ দেওয়া হবে। সরকার জানিয়েছে এই প্রকল্পের মধ্য দিয়ে প্রায় ৬ কোটি মানুষ উপকৃত হবে। এর সুবিধা পাওয়ার জন্য বয়স্ক মানুষকে একটি নতুন কার্ড দেওয়া হবে।

এই বীমা টাকার পরিমাণ এর অংশ আপনার পরিবারের অন্য সদস্যের সাথে বাক করতে হবে না প্রত্যেকের আলাদা আলাদা টাকার অনুদান পাবে।অনেকের মনের প্রশ্ন উঠেছে যে কারা এই আবেদন করতে পারবেন এবং কিভাবে এই আবেদন করা যাবে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই আবেদন করা যায় এবং কারা কারা এই আবেদনের জন্য যোগ্য।

যারা আবেদন করবে তারা অবশ্যই ভারতবর্ষের পিছিয়ে পড়া নাগরিক হবে এবং যাদের আর্থিক অভাব রয়েছে এছাড়াও উপজাতি জনজাতি গোষ্ঠীর সদস্য এবং পিছিয়ে পড়া আদিবাসী শ্রেণীর এই প্রকল্প সাথে যুক্ত হতে পারবে। আপনি আবেদনের যোগ্য কিনা এটা দেখতে আপনাকে আয়ুষ্মান ভারত প্রকল্পের ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে এম আই এলিজিবল সেকশনে ক্লিক করতে হবে তারপর আপনার ফোন নাম্বার ক্যাপচা কোড ও ওটিপি ক্লিক করুন। হলে ওটিপিএলে otp লিখে সাবমিট করুন এরপরই দেখা যাবে আপনি এই বীমার সুবিধা পাওয়ার জন্য যোগ্য কিনা।

আবেদন করার জন্য প্রথমেই অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখান PMJAY স্কিয়োর্ড থেকে আধার কার্ড বা রেশন কার্ড ভেরিফাই করেন। এবার আপনার পরিবারের পরিচয় পত্র জমা দিন এবং ওই ইউনিক আইডির কার্ডটা প্রিন্ট আউট করান।

আরও পড়ুন,
*সেরা দেশের তালিকায় প্রথম স্থানে সুইজারল্যান্ড, ভারত কত নম্বরে?