সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওটি আমেরিকার একটি শক্তিশালী ঝড়ের ভিডিও। শক্তিশালী টর্নেডোতে লন্ডভন্ড চারিদিক। আমেরিকার নেব্রাস্কাতে ঘটনাটি ঘটেছে। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই সকলেই চমকে উঠেছেন। সেই ভিডিওতে ঝড়ের ভয়াবহতা দেখা গিয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে আকাশে ঘন কালো মেঘ করেছে। তার মাঝেই দেখা গেলো টর্নেডোকে। আকাশ থেকে সেই টর্নেডোর মাথা যেনো মাটিতে নেমে এসেছে। চারিদিকে তাণ্ডব চালাতে চালাতে এগিয়ে চলেছে শক্তিশালী ঝড়। এরপর দেখা যায় এ্টি ট্রাককে।
রাস্তার উপর উল্টে পড়ে।রয়েছে সেটি। একজন গাড়ি চালক সেটি দেখে দৌড়ে গিয়ে সেই ট্রাকে থাকা ট্রাকচালককে উদ্ধার করেন। টর্নোডোর শক্তি দেখে হতবাক সকলে। ইতিমধ্যে প্রচুর মানুষ ভিডিওটি দেখে শিউরে উঠেছেন।
এদিকে লিঙ্কনে প্রবল ঝড়ের তাণ্ডবে বেশ কিছু বাড়ির ছাদ উড়ে গিয়েছে। একটি বাড়ির ছাদ ভেঙে আহত হয়েছেন ৭০ জন। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে সকলকে উদ্ধার করেছে পুলিশ ও আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া নেব্রাস্কায় একাধিক টর্নেডো আছড়ে পড়ার খবর পাওয়া গিয়েছে। নেব্রাস্কার ওমাহায় সবথেকে বেশি ক্ষতি হয়েছে। বেশ কিছু বাড়ি ভেঙে মাটির সঙ্গে মিশে গিয়েছে।
Incredible tornado intercept just now north of Lincoln Nebraska!! @ryanhallyall @SevereStudios pic.twitter.com/j8GAtPVObc
— Nick Gorman (@NickGormanWX) April 26, 2024
আরও পড়ুন,
*ঠান্ডা থাকবে শরীর, এই ভাবে করুন যোগা