শিকাগো বিমানবন্দরে পরমব্রতর স্বপ্নপূরণ! কিংবদন্তি ক্রিকেট তারকার সঙ্গে সময় কাটালেন অভিনেতা

অভিনয় জগতের মানুষ তিনি। স্বাভাবিকভাবেই বেশ জনপ্রিয়তা রয়েছে তার। সকলেই তার সঙ্গে ছবি তুলতে চান। তিনি হলেন পরমব্রত চট্টোপাধ্যায়। তবে কখনও কখনও এই সেলিব্রিটিরাও তাদের পছন্দের সেলিব্রিটির সঙ্গে ছবি তুলতে উদগ্রীব থাকেন। আর এমনই এক ঘটনা ঘটেছে সম্প্রতি। এক কিংবদন্তি খেলোয়াড়ের সঙ্গে দেখা হলো পরমব্রতর।

সম্প্রতি শিকাগো বিমানবন্দরে পরমব্রতর দেখা হয়ে গেলো তার পছন্দের খেলোয়াড়ের সঙ্গে। আর সেই মুহূর্তে দেরি না করে চটপট সেলফিটা তুলে ফেললেন অভিনেতা। সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলেন তিনি৷ তার পাশাপাশি বিমানবন্দরে সময় কাটানোর ছবিও পোস্ট করলেন।

সম্প্রতি আমেরিকায় আয়োজিত এনএবিসিতে স্ত্রী পিয়া চক্রবর্তীকে সঙ্গে নিয়ে হাজির হয়েছেন পরমব্রত। সেখান থেকে ফেরার দিন দারুণ এক অভিজ্ঞতার সাক্ষী থাকলেন পরমব্রত। বিমানবন্দরে দেখলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেট তারকা ওয়াসিম আক্রমকে। তার খেলা দেখেই শৈশব কেটেছে পরমব্রতর।

এরপর চটপট ওয়াসিমের সঙ্গে সেলফি তুলে নেন পরমব্রত। আর সেই ছবি নিজে সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেন তিনি। এই পোস্ট করে পরমব্রত লিখেছেন, “শহরটা ঘুরে দেখলাম স্ত্রীর সঙ্গে। অনেক মানুষের সঙ্গে দেখা হল আমাদের। তারপর এল বাড়ি ফেরার পালা। বিমানবন্দরে চিল করছিলাম। তারপরই আমার দেখা হল এক কিংবদন্তির সঙ্গে।”

তিনি আরও লেখেন, “তার সঙ্গে একটা সেলফি তোলা থেকে নিজেকে আর বিরত রাখতে পারলাম না। অনুরোধ করেই ফেললাম। এই সেলফিটা যে তুলতেই হত আমাকে। ওয়াসিম আক্রম–আমি সারাজীবন আপনার ভক্তই থেকে যাব। আমার সেলফি তোলার অনুরোধ রক্ষা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।”