এবছর সেরা বাংলা ছবি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পেলো ‘কাবেরী অন্তর্ধান’। ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবছর জাতীয় চলচ্চিত্র পুরষ্কারের জন্য বাংলার হয়ে প্রতিনিধিত্ব করছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। তিনি ‘অভিযাত্রিক’ ছবির পরিচালক। বর্তমানে তার সঙ্গে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সম্পর্কের গুঞ্জন তুঙ্গে। তবে শ্রাবন্তী সম্পর্কের গুঞ্জন উড়িয়েছেন।
এর আগে শুভ্রজিৎ মিত্র-এর আরেকটি পরিচালিত ছবি ‘দেবী চৌধুরানী’-তে শ্রাবন্তীকে অভিনয় করতে দেখা গিয়েছে। এদিকে তার ছবি জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পাওয়ায় খুশি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কিন্তু এই খুশির সময়েও মনমরা নায়িকা। এই বিষয়ে তাকে প্রশ্ন করতেই তিনি বলেন আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া নির্মম অত্যাচারের ঘটনা যেনো তার মনের মধ্যে বারংবার ফিরে ফিরে আসছে।
তবে কিছুদিন আগে নিজের জন্মদিন মহা সমারোহে সেলিব্রেট করেছেন অভিনেত্রী। তবে এবারের জাতীয় চলচ্চিত্র পুরষ্কারে নিজের অভিনীত ছবি পুরষ্কার পাওয়ায় কেমন লাগছে তা নিজেই জানালেন তিনি। তার কথায়, “ভাল লাগছে, কিন্তু বর্তমানে কোনও উদযাপনের পরিস্থিতিতে নেই। এই ছবিটা নিয়ে অনেক লড়াই গিয়েছে। কোভিডের সময় শ্যুটিং ‘কাবেরী অন্তর্ধান’-এর। তারপরে প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাওয়ার কারণে ছবিটা মুক্তি পায়নি।”
এরপর তিনি বলেন, “কোভিডের পরে ছবিটা মুক্তি পেয়েছিল। যারা দেখেছেন, তারা প্রত্যেকে প্রশংসা করেছিলেন ছবিটার। সেই ছবিটা যে পুরস্কার পেয়েছে, তাতে আমি কৃতজ্ঞ। আমার পুরো টিম ভীষণ খুশি। কৌশিক দার সঙ্গেও কথা হয়েছে। ওকে শুভেচ্ছা জানাতে উনিও আমায় বললেন, অসাধারণ অভিনয়ের জন্য ধন্যবাদ। কিন্তু এখন সেই আনন্দ উপভোগ করার পরিস্থিতি নেই।’
এর পাশাপাশি ছবির পরিচালক বলেন, বর্তমান সময় উদযাপনের নয়। অর্থাৎ অভিনেত্রী থেকে পরিচালক কেউই বর্তমানে খুশি হলেও উদযাপনের পক্ষে নয়। তারা সকলেই আর জি করে ঘটে যাওয়া নৃশংস ঘটনার বিচার চান। যদিও বারংবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়েন শ্রাবন্তী। এই বিষয়ে তিনি বলেন, “মেয়েরা যদি মেয়েদের পাশে না দাঁড়ায়, তাহলে কে দাঁড়াবে আর! আমরা ভালভাবে বাঁচব কি করে?”
আরও পড়ুন,
*ফের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, কত দিন চলবে? কি জানলো হাওয়া অফিস?