পুরুষদের এই গুনটি মেয়েদের চুম্বকের মত আকর্ষণ করে

This quality in men attracts women like a magnet

নারীরা সঙ্গী খোঁজার ব্যাপারে বেশ খুঁতখুঁতে। তারা পুরুষের নানান স্বভাব পরিলক্ষিত করে তবেই সম্পর্কে এগোতে চান। তাই সঙ্গী নির্বাচনে মেয়েরা বেশ সচেতন। নারীদের সঙ্গী নির্বাচনের বিষয়টি বুঝে ওঠে বেশ কঠিন। তাই সম্পর্কে যাওয়ার আগে নারীরা সঙ্গীর কী পছন্দ করেন ও কী দেখে প্রেমে পড়েন এই প্রশ্ন অনেক কাল আগে থেকেই সকলের মনে প্রশ্ন চিহ্নের মতন আঁকা রয়েছে। কিন্তু তার উত্তর কি মিলেছে আজও?

নারীদের সঙ্গী খোঁজার ব্যাপারে কী মনস্তত্ত্ব কাজ করে সেক্ষেত্রে কী বলছে বিজ্ঞান? নিজের সঙ্গীর মধ্যে কোন জিনিসটি নারীরা সবসময় দেখতে চান সেই বিষয়ে জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানীরা আয়োজন করেছিলেন বিশ্বের অন্যতম বৃহৎ একটি সমীক্ষার। সেই সমীক্ষায় যোগ দিয়েছিল ১৮০টি দেশের ৬৪ হাজার মানুষ।

সেই সমীক্ষায় উঠে এসেছে এক নতুন তথ্য। সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়া এক চিরাচরিত ধারণাকে বদলে দিয়েছে এই সমীক্ষা। এই সমীক্ষা বলছে, দেহসৌষ্ঠব বা ধন-দৌলত নয়। সঙ্গীর উদারতা বা দয়াতে সবচেয়ে বেশি আকৃষ্ট হন নারীরা। তবে এই সমীক্ষায় শুধু বিষমপ্রেমী নারী নয়, যোগ দিয়েছিলেন সমকামী ও রূপান্তরকামী নারীরাও।

এই সমীক্ষায় ৬০০ জন অংশগ্রহণকারীর বয়স ছিল ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। এই সমীক্ষায় ৯০ শতাংশ নারীদের মতে, সঙ্গীর উদারতা সম্পর্কে এগিয়ে যাওয়ার জন্য একটি ইতিবাচক দক হিসেবে দেখেন তারা। এরপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে সহমর্মিতা ও বুদ্ধিমত্তা।

এর পাশাপাশি সমীক্ষার ৬৪ ভাগ নারী পছন্দ করেন শিক্ষাগত যোগ্যতা রয়েছে এমন পুরুষ এবং ৬০ শতাংশ নারীর পছন্দের তালিকায় রয়েছে আত্মবিশ্বাসী মানুষ। তবে এই সমীক্ষা যে ধ্রুব সত্য তেমনটা ভেবে নেওয়ার প্রয়োজন নেই।

আরও পড়ুন,
*Sreelekha Mitra: ‘কালীর নরকঙ্কালের মুণ্ডমালায়..’ জোজোর ছেলে’কে ট্রোল, প্রতিবাদে গর্জে উঠলেন শ্রীলেখা
*Monami Ghosh: গরমের তপ্ত দুপুরে ‘সুপার হট’ লুকে মোহময়ী মনামী