মুক্তির তিন দিনে পার তিন কোটি টাকা, বক্স অফিসে ‘খাদান’-এর দুর্দান্ত রেজাল্টে কালীঘাটে পুজো দিলেন দেব

গত ২০শে ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘খাদান’। মুক্তির পরই বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে দেব ও যিশু সেনগুপ্ত অভিনীত ছবিটি। মাত্র তিন দিনে ছবিটি তিন কোটি টাকা আয় করে ফেলেছে। ‘খাদান’-এর এমন সাফল্যে টলিউড অভিনেতা দেব সোমবার সকালে কালীঘাটের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসেন। বাংলা কমার্শিয়াল ছবি কবে শেষ এক কোটি টাকা আয় করেছে তা ভেবে দেখতে হয়৷ অভিনেতা দেব-এর হাত ধরে তা নতুন মাইলফলক রচনা করল।

নিন্দুকেরা সিনেমার মেকিং নিয়ে যতই নিন্দে করুক, শত্তুরের মুখে ছাই দিয়ে খাদান দুর্দান্ত ব্যবসা করছে বক্স অফিসে। গত ২০শে ডিসেম্বর সিনেমা হলে চারটি বাংলা ছবি মুক্তি পেয়েছে। এর আগে দক্ষিণী ছবি ‘পুষ্পা ২’-এর ঝড়ে জেরবার কান্ড তখন হল পাওয়া নিয়ে। কিন্তু অভিনেতা দেব চেষ্টা থামাননি। ছবি মুক্তির ১২ ঘন্টা আগে দেখা যায় রাজ্য জুড়ে বিপুল হল পেয়েছে ‘খাদান’।

ফের দেবের হাত ধরে যে বাংলা কমার্শিয়াল ছবিতে সুদিন ফিরেছে তা মানতেই হবে। এখনও পর্যন্ত টলিউডে সর্বোচ্চ আয় করা সিনেমার রেকর্ড হোল্ডার দেব। এবার নিজের রেকর্ড তিনি ফের নিজেই তৈরি করলেন। গতকাল সোমবার সুরিন্দর ফিল্মস্ ও দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস্-এর তরফে বক্স অফিসের হিসেবে প্রকাশ করা হয়। সেখানে দেখা যায় গোটা বাংলা জুড়ে ‘খাদান’ বিপুল সাফল্য পেয়েছে।

ছবিটি তৈরি করতে খরচ হয়েছে ৬ কোটি টাকা। মুক্তির তিন দিনের মধ্যে ৩ কোটি টাকা উঠে যাওয়ায় মনে করা হচ্ছে এহেন গতি বজায় থাকলে গোটা সিনেমা তৈরির টাকা উঠে যাবে অনায়াসে। বক্স অফিসে ‘খাদান’-এর এমন সাফল্য দেখে সোমবার সকালে কালীঘাট মন্দিরে হাজির হন দেব। সেখানে গিয়ে নিজে পুজো দেন তিনি।

মন্দির চত্বরে যেতেই মানুষের ভিড় বাড়তে থাকে। কেউ কেউ অভিনেতাকে দেখে সেলফি তুলে নেন। কিন্তু দেব বিন্দুমাত্র বিরক্ত হননি। বরং হাসি মুখে সকলের আবদার মিটিয়েছেন। তবে শুধু দেব নয়, ‘খাদান’ ছবি যতটা দেবের ততটাই যিশু সেনগুপ্তর। শ্যাম-মোহন জুটি ব্লকবাস্টার হিট হয়েছে। সাড়ে তিন হাজার প্রচার সফরে যে এই ছবি প্রান্তিক মানুষদের মন ছুঁয়ে গিয়েছে তার প্রমাণ মিলেছে বক্স অফিসের আয় দেখেই।