দীর্ঘ চার বছর পর রাজ চক্রবর্তীর পরিচালনায় ফের ধারাবাহিকে ফিরতে চলেছেন ঊষসী রায়

ফের ছোটো পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী উষসী রায়। তার কাছে কোনো মাধ্যম ছোটো নয়। এছাড়া ছোটো পর্দার মধ্যে দিয়ে তিনি জনপ্রিয়তা পেয়েছেন তাই ছোটো পর্দাকে সবসময় সামনের সারিতে রাখেন তিনি। তবে বর্তমানে তিনি একের পর এক সিরিজে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছেন। তবে তার প্রথম পরিচিতি শুরু হয় ছোটো পর্দা থেকেই। তাকে ছোটো পর্দায় শেষ দেখা গিয়েছিল ‘কাদম্বিনী’ ধারাবাহিকে।

এরপর তিনি ওয়েব সিরিজে অভিনয়ের সুযোগ পান। তবে তার কাছে ছোটো পর্দার গুরুত্ব প্রথম দিনের মতই রয়েছে। তাই তিনি জানিয়েছিলেন, ভালো গল্প পেলেই তিনি ছোটো পর্দায় ফিরবেন। যেমন কথা তেমন কাজ। তিনি ফের ফিরতে চলেছেন ধারাবাহিকে। তার অভিনীত প্রথম চরিত্র ‘বকুল’ কেউই ভোলেননি। এবার তাই দীর্ঘ ৪ বছর পর পের তিনি ফিরতে চলেছেন ছোটো পর্দায়৷

রাজ চক্রবর্তী পরিচালিত নতুন ধারাবাহিক ‘গোধূলি আলাপ’ ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী। এখানে একেবারে ঘরোয়া গল্পের নায়িকা ঊষসী। এই ধারাবাহিকে তার বিপরীতে অভিনয় করবেন অভিনেতা সুস্মিত মুখোপাধ্যায়। তাকে প্রথম দেখা গিয়েছিল ‘বরণ’ ধারাবাহিকে। তাই অভিনয় জগতে নতুনই বলা যায় সুস্মিতকে। এদিক থেকে ঊষসী অনেকটাই সড়গড় হয়ে গিয়েছেন।

জানা যাচ্ছে, সব ঠিক থাকলে পুজোর আগে ধারাবাহিকের প্রচার ঝলক শ্যুট করতে পারেন রাজ চক্রবর্তী। আর তাই অনেকেই অপেক্ষায় দিন গুনছেন। এদিকে নতুন অভিনেতার সঙ্গে অভিনয় করতে কতটা স্বচ্ছন্দ অভিনেত্রী ঊষসী রায়। এবার তার কোনো উত্তর পাওয়া যায়নি। তবে এই বিষয়ে এর আগে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন।

সেখানে তিনি বলেছিলেন, “আমার বেড়ে ওঠার পরিবেশ আলাদা। বাবা বিনোদন জগতের মানুষ। তাই ছোট থেকে মা ও বাবা শিখিয়েছেন, প্রত্যেকে পেশাজগতে নতুন থাকেন। কাজ করতে করতে প্রতিষ্ঠা পান। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। সেই সময় নতুন বলে প্রত্যেকে মুখ ফিরিয়ে নিলে যেটুকু পরিচিতি পেয়েছি সেটুকু কি পেতাম?” অর্থাৎ তিনি যে তার সহ-অভিনেতাকে সাদরে গ্রহণ করেছেন তা আর বলে দিতে হয় না।