উত্তরপ্রদেশের ডিএসপি শ্রেষ্ঠা ঠাকুর, ‘লেডি সিংহম’-এর বিয়ে হয় ইন্ডিয়ান রেভিনিউ অফিসার রোহিত রাজের সঙ্গে। বিয়ের পর শ্রেষ্ঠা জানতে পারেন তার স্বামী আইআরএস নন। তিনি ভুয়ো এক ব্যক্তিকে বিয়ে করেছেন। নিমেষে তছনছ হয়ে যায় সুখের বৈবাহিক জীবন।
প্রতারণার জ্বালে নিত্যদিন জড়িয়ে পড়েন সাধারণ মানুষ। নানান ভাবে প্রতারকেরা মানুষকে ঠকিয়ে চলেন। তবে এবার খোদ এক পুলিশ অফিসার প্রতারণার জ্বালে জড়িয়ে পড়লেন। আর তার সঙ্গে লক্ষাধিক টাকাও খোয়াতে হল তাকে। ইন্ডিয়ান রেভিনিউ অফিসারের সঙ্গে বিয়ে হয় পুলিশ অফিসারের৷ এদিকে বিয়ের পর জানতে পারেন স্বামী ভুয়ো আইআরএস। এরপরই সঙ্গে সঙ্গে তাকে বিবাহবিচ্ছেদ দেন ওই পুলিশ অফিসার।
ওই পুলিশ অফিসার হলেন উত্তরপ্রদেশের ডিএসপি শ্রেষ্ঠা ঠাকুর। তাকে অনেকেই ‘লেডি সিংহম’ বলে চেনেন। তার ভয়ে কাঁপতে থাকেন অপরাধীরা। এমনই এক পুলিশকে ঠকালেন এক যুবক। মিথ্যা আইআরএস সেজে বিয়ে করলেন শ্রেষ্ঠাকে। আরও পড়ুন, *১৯৯৭ সালে বিয়ে করেন দীপঙ্কর-দোলন! প্রথম স্ত্রীকে ডিভির্স না দিয়েই গোপনে জগন্নাথ মন্দিরের সিঁদুর দান
জানা যাচ্ছে, ২০১৮ সালে এক বিবাহ সংক্রান্ত ওয়েব সাইটে পরিচয় হয় শ্রেষ্ঠা ঠাকুরের এক ব্যক্তির সঙ্গে। ওই ব্যক্তির নাম রোহিত রাজ। রেহিত নিজেকে আইআরএস হিসেবে পরিচয় দেন। রোহিতের নানান কার্যকলাপ ও বুদ্ধিমত্তায় মুগ্ধ হন শ্রেষ্ঠা। আরও পড়ুন, *মিঠুন চক্রবর্তীর অবস্থা অনেকটাই স্থিতিশীল, কথাবার্তা বলছেন খাবার খাচ্ছেন
এরপর তাদলর বিয়ে ঠিক হয় এবং সেই বিয়ে সম্পন্ন হয় ধুমধাম করে। এদিকে বিয়ের পর শ্রেষ্ঠা জানতে পারেন তার স্বামী আইআরএস নন। তিনি ভুয়ো এক ব্যক্তিকে বিয়ে করেছেন। এরপর সুখের বৈবাহিক জীবন নিমেষে তছনছ হয়ে যায়। বিবাহবিচ্ছেদের মামলা করেন স্ত্রী। তদন্তে নেমে জানা যায়, রেহিত রাজের ভুয়ে পরিচয়পত্রে অনেকেই প্রতারিত হয়েছেন। আরও পড়ুন, *উত্তরপ্রদেশে ভয়ংকর দুর্ঘটনা, বাস-গাড়ির মুখোমুখি সংঘর্ষে জীবন্ত দগ্ধ ৫
তিনি এভাবে ভুয়ো পরিচয়ে অন্যকে প্রতারিত করে টাকা আত্মসাৎ করেছেন। এরপর ওই ব্যক্তির নামে গাজিয়াবাদে একাধিক মামলা রুজু করা হয়েছে। এদিকে শ্রেষ্ঠা তার কেরিয়ারে একজন সফল পুলিশ অফিসার। তার ভয়ে কাঁপতে থাকে অপরাধীরা। এমন এক পুলিশ অফিসার নিজের জীবনে এভাবে প্রতারিত হয়েছেন যা অনেকে বিশ্বাস করতে পারছেন না। আরও পড়ুন, *বহুবার ধোঁকা খেয়েছেন ক্যাটরিনা কাঈফ! তবুও ভালোবাসায় আস্থা হারাননি অভিনেত্রী