বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি। হিন্দুদের উপর আক্রমণ নেমে এসেছে। তারই মাঝে ইসকনকে অবৈধ ঘোষণা করার দাবি জানিয়ে একাধিক কর্মকাণ্ড করতে দেখা গিয়েছে বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষকে। তারই মাঝে ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেফতারি নিয়ে যে আগুন বাংলাদেশের ছড়িয়েছে তা এখনও জ্বলছে চারদিকে। সেই আগুনের আঁচ এসে পড়েছে এপার বাংলাতেও।
এবার চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে দেখা করলেন বিজেপির নেতারা। চিন্ময় প্রভুর হয়ে মামলা লড়তে দাঁড়িয়েছেন রবীন্দ্র ঘোষ। এবার তার সঙ্গে দেখা করার জন্য বিজেপি নেতারা উত্তর ২৪ পরগণায় যান। মঙ্গলবার বিজেপি সন্ন্যাসী কার্তিক মহারাজের সঙ্গে অর্জুন সিং সহ বিজেপির কয়েকজন নেতা উত্তর ২৪ পরগণার ব্যারাকপুরে যান।
সেখানে চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে দেখা করে তাকে চিন্ময়কৃষ্ণ দাসের পাশে দাঁড়ানোর জন্য রবীন্দ্র ঘোষকে অভিনন্দন জানান। রবীন্দ্র ঘোষ ব্যারাকপুরে তার ছেলের বাড়িতে রয়েছেন।
বিজেপি নেতা অর্জুন সিং বলেন, “তিনি একজন সাহসী মানুষ। আমরা তাঁর প্রচেষ্টার প্রশংসা করি। এত কঠিন পরিস্থিতিতেও বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের পাশে থেকে ন্যায়বিচারের জন্য লড়াই করার জন্য তিনি এ পর্যন্ত যা কিছু করেছেন তার প্রশংসা করি। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ন্যায়বিচারের জন্য লড়াইয়ে রবীন্দ্র ঘোষ সাহসিকতার পরিচয় দিয়েছেন। জীবনের হুমকি সত্ত্বেও তিনি ভয় পাননি। এটি আমাদের অনেকের জন্য অনুপ্রেরণাদায়ক।”
ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ বলেন, “আমরা চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির জন্য প্রার্থনা করি। চিন্ময়কৃষ্ণ দাসকে সমর্থন করা মানবাধিকারের পক্ষে দাঁড়ানো। এছাড়াও, রবীন্দ্র ঘোষের ন্যায়বিচারের প্রতিশ্রুতি মানবতার প্রকৃত চেতনাকে প্রতিফলিত করে।”