বলিউডের জনপ্রিয় মুখ তিনি। গানের জগতে যেমন জনপ্রিয় তেমনি একের পর এক সিনেমায় অভিনয় করেও আরও জনপ্রিয় হয়ে গিয়েছেন তিনি। তাই তিনি যে চর্চায় থাকবেন তা আর নতুন কি। তিনি হলেন দিলজিৎ দোসাঞ্জ। তার অনুরাগীরা তাকে বিবা মুন্ডা নামেই চেনেন। তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছে গেলেও এখনও তিনি নিজের ব্যক্তিগত জীবনকে গোপন রাখতে পছন্দ করেন।
কিন্তু সব খবর চাপা থাকে না। মাঝেমধ্যে কিছু খবর ফাঁস হয়ে যায়। তেমনই সম্প্রতি দিলজিৎ-এর ব্যক্তিগত জীবন প্রকাশ্যে এসেছে। কিছুদিন ধরেই শোনা যাচ্ছে দিলজিৎ একজন ইন্দো-আমেরিকান মহিলাকে বিয়ে করেছেন এবং তাদের এক ছেলেও রয়েছে। আর এই খবর সামনে আসার পর ভাইরাল হয়ে গিয়েছে সেই কাহিনি। এই গুজবের মাঝে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে।
সেই ছবিতে দেখা গিয়েছে দিলজিৎ-কে একজন অচেনা মেয়ের সঙ্গে। দাবি করা হচ্ছে ওই মহিলা দিলজিৎ-এর স্ত্রী। ছবিতে দিলজিৎ-এর সঙ্গে মহিলাকে দেখা গিয়েছে নীল রঙের পোশাকে। আর এরপরই ওই ছবি ভাইরাল হতে সময় নেয়নি। তবে এতকিছুর পর আর চুপ করে থাকেননি ছবির ওই মহিলা। এবার তিনি মুখ খুলেছেন।
ওই মহিলা জানিয়েছেন, তিনি দিলজিৎ-এর স্ত্রী নন। তিনি সন্দীপ কৌর নন। তিনি কিছুদিন আগে ‘মুখতিয়ার চাড্ডা’ নামক একটি মিউজিক ভিডিওতে দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে শ্যুট করেন তিনি৷ এরপর থেকে তিনি তার বন্ধুবান্ধব ও পরিচিতদের কাছ থেকে জানতে পারেন তাকে সোশ্যাল মিডিয়ায় দিলজিৎ দোসাঞ্জের স্ত্রী বলে দাবি করা হচ্ছে।
যদিও তিনি প্রথমে সেই গুজব শুনে মজা পেলেও পরে ছবিটি ভাইরাল হয়ে যাওয়ায় প্রকাশ্যে মুখ খুলতে বাধ্য হলেন তিনি৷ এদিকে একটি খবর সামনে এসেছে যে দিলজিৎ ও তার স্ত্রী সন্দীপ আর একসঙ্গে থাকেন না। বিগত ৫ বছর ধরে তারা আলাদা থাকেন। বর্তমানে সন্দীপ ও তার ছেলে আমেরিকায় থাকেন।
আরও পড়ুন,
*সত্যি কি রানী মুখার্জির সাথে রাত কাটিয়ে হাতেনাতে ধরা পড়েন গোবিন্দা?
*শরীর-মন আধুনিক, রইলো মহানায়িকার আদেখা সাহসী ছবি