কুবের হলো ধনের দেবতা। জ্যোতিষ শাস্ত্রে তাই এই দেবতার গুরুত্ব অপরিসীম। এই দেবতাকে যদি ভক্তি ভরে পুজো করা যায় তবে ইতিবাচক ফল মেলে। শাস্ত্রে যে ১২টি রাশি রয়েছে তার মধ্যে এমন কিছু রাশি রয়েছে যাদের উপর কুবের প্রসন্ন হন। এরা অনেক অর্থ উপার্জন করে এবং অর্থের কোনো অভাব কখনও হয় না। তাই জেনে নেওয়া যাক কোন কোন রাশির উপর কুবেরের ইতিবাচক প্রভাব পড়ে।
বৃষ রাশি – কুবেরের কৃপায় এই রাশির জাতকেরা বৈষয়িক সুখ লাভ করে। বৃষ রাশির অধিপতি শুক্র, যিনি বস্তুগত আরাম, জাঁকজমক, খ্যাতি, সম্মান, ঐশ্বর্য ইত্যাদির গ্রহ বলে মনে করা হয়। পরিবারের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে। অর্থের কখনও অভাব থাকবে না। সবসময় অর্থনৈতিক সচ্ছলতা থাকে।
বৃশ্চিক রাশি – নিজেদের কাজ নিয়ে এই রাশির জাগকেরা বেশ সচেতন। কর্মঠ মনোভাবের জন্য এই রাশির মানুষেরা সমস্ত প্রতিকূল পরিস্থিতি অনুকূল করতে সচেষ্ট হন। কুবের দয়ায় এই রাশির মানুষের অর্থনৈতিক অভাব দেখা দেয় না।
কর্কট রাশি – কর্কট রাশির জাতকেরা কুবেরের আশীর্বাদ পেয়ে থাকেন। এই রাশির জাতকেরা৷ এরা নিজের বুদ্ধি, পরিশ্রম দিয়ে অর্থ উপার্জন করে থাকেন। এছাড়া পেশাদার জীবনে কিংবা অর্থনৈতিক দিক থেকে এরা অনুকূল থাকতে পারে।
তুলা রাশি – এই রাশির জাতকেরা যে কাজ শুরু করেন তা শেষ না করে ছাড়েন না। এই রাশির অধিপতি শুক্র। কুবের সবসময় তুলা রাশির জাতকের উপর প্রসন্ন হন ও কৃপা দৃষ্টি দিয়ে থাকেন। এর ফলে তুলা রাশির কখনও অর্থকষ্ট হয় না৷
আরও পড়ুন,
*স্বামীর সাথে নয়, শাশুড়ির সঙ্গে সম্পর্ক করতে চায় পুত্রবধূ!
*ফ্রিজ ছাড়াই কনকনে ঠান্ডা হবে জল, তৃষ্ণা মেটানোর সেরা উপায়