অভিনেত্রী কল্যাণী মন্ডলকে ‘জাতীয় অপরাধী’ হিসেবে আখ্যা দিলেন আরেক অভিনেত্রী কাঞ্চনা মিত্র! তাও আবার ‘দিদি নাম্বার ওয়ান’এর মঞ্চে এসে প্রকাশ্যে এসে কথা বলেছেন তিনি। কী এমন ঘটেছিল দু’জনের মধ্যে যে সকলের সামনে এমন করে বলতে হলো কাঞ্চনাকে?
আসলে ‘দিদি নাম্বার ওয়ান’এর মঞ্চে এসেছিলেন কাঞ্চনা, কল্যাণী-সহ অন্যান্য তারকা অভিনেত্রীরা। যেখানে রচনা কল্যাণী মন্ডলের কাছে তার সৌন্দর্য্যের রহস্য জানতে চান। প্রশ্ন করেন, ‘তুমি কি ভীষণই কড়া ডায়েটে থাকো?’ যদিও উত্তরে কল্যাণী বলেন, ‘না না আমি ভাতও খাই।’
একইসাথে তিনি বলেন, ‘আমি সব সময় বাড়ির খাবার খাই। চকোলেট, আইসক্রিম, কোল্ড ড্রিংকস এসব কিছুই খাই না।’ রচনা তাকে জিজ্ঞেস করেন তার কখনো বাইরের খাবার খেতে ইচ্ছা করে না। উত্তরে কল্যাণী বলেন, ‘নিশ্চয়ই খাই একেবারে খাই না তা নয়। তবে বিরিয়ানিটা পছন্দ করি না। মাছ, মাংস না আমি শুধু ভেজ খাই।’
তবে সেসব শুনে বিরিয়ানিপ্রেমী কাঞ্চনা বলে ওঠেন, ‘তুমি একটা জাতীয় অপরাধী, তুমি জানো সেটা? বিরিয়ানি যার ভালো লাগে না, সে জাতীয় অপরাধী।’ যা শুনে মুচকি হেসে কল্যাণী বলেন তাহলে তার হাতে হাতকড়া পরানো হোক। এসব কান্ড দেখে হেসে ফেলেন সঞ্চালিকা রচনাও।
আর এই ভিডিওটি দেখে মজা পেয়েছেন নেটিজেনরাও। তাইতো বিভিন্ন মজাদার কমেন্টে ভরিয়ে তুলেছেন তারা। যেমন একজন লিখেছেন, ‘বাঙালি জাতির থেকে বয়কট করা হোক ওনাকে।’ আবার কারো কারো মতে তারা বিরিয়ানি ছাড়া ভাবতেই পারেন না। সবমিলিয়ে এই ভিডিও এখনো ভাইরাল।
আরও পড়ুন,
*শাড়ি পরে ব্যট হাতে রুক্মিণী! ক’টি ছক্কা হাঁকালেন? দেব কি করছেন?