অভিনয় জগতের সাথে যেসব তারকারা যুক্ত হন তারা খুব অল্প বয়সেই কেরিয়ার শুরু করেন। এমন অনেক অভিনেত্রী রয়েছেন যারা খুব অল্প বয়স থেকেই বলিউডে কাজ করছেন। যদিও জীবনসঙ্গী বাছার সময় কিন্তু বেশ হিসেব করে সময় নিয়েই বাছেন। তবে সত্তর-আশির দশকে চিত্রটা ছিল খানিকটা আলাদা।
তখন খুব অল্প বয়সেই অভিনেত্রীরা বিয়ের পিঁড়িতে বসতেন। আজ আমরা এমনই ৫ অভিনেত্রীর সম্পর্কে আলোচনা করবো যারা খুবই অল্প বয়সে গাঁটছড়া বেঁধেছিলেন মনের মানুষের সাথে।
ডিম্পল কাপাডিয়া
মাত্র ১৬ বছর বয়সে অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। তার ‘ববি’ সিনেমা হিট হওয়ার পর জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান ডিম্পল। এরপর ১৯৭৩ সালে রাজেশ খান্নার সাথে বিয়ে হয় তার। যদিও মাত্র ১১ বছর সংসার করেই বিচ্ছেদ হয়ে যায় তাদের। তবে কখনোই আইনত বিচ্ছেদ করেননি এই জুটি।
দিব্যা ভারতী
এই অভিনেত্রী তার সৌন্দর্য্যের জন্য ভীষণ জনপ্রিয়তা লাভ করেছিলেন। কেরিয়ারের শুরুতেই একাধিক সুপারহিট সিনেমা তার ঝুলিতে আসে। কয়েক বছরের মধ্যে প্রচুর সিনেমায় অভিনয় করে ফেলেন তিনি। ১৯৯২ সালে বিয়ের পিঁড়িতে বসেন সাজিদ নাদিয়াওয়ালার সাথে। তবে এক বছর কাটতে না কাটতেই এক বহুতল থেকে পড়ে মৃত্যু হয় তার।
ভাগ্যশ্রী
মাত্র একটি সিনেমাতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন ভাগ্যশ্রী। যদিও একটি সিনেমা করার পর তাকে আর দেখা যায়নি অভিনয় জগতে। মাত্র ২১ বছর বয়সে তিনি বিয়ে করেন তার প্রেমিক হিমালয় দাসানিকে।
নীতু কাপুর
আশির দশকে অভিনেত্রীদের মধ্যে শীর্ষে ছিলেন নীতু। সেই সময় নীতু এবং ঋষির জুটি নিয়ে তুমুল উচ্ছ্বাস ছিল দর্শকদের মনে। ১৯৮০ সালে মাত্র ২১ বছর বয়সে বিয়ে করেন তিনি। এরপর খুব একটা অভিনয় জগতের সাথে যুক্ত ছিলেন না।
সায়রা বানু
১৯৬৬ সালে ৪৪ বছর বয়সী দিলীপ কুমারের সাথে বিয়ে হয়েছিল এই অভিনেত্রীর। যখন তার বয়স ছিল মাত্র ২২ বছর। নিজের বয়সের থেকে দ্বিগুণ বড়ো অভিনেতাকে বিয়ে করে তুমুল কটাক্ষের সম্মুখীন হয়েছিলেন তিনি। যদিও শেষদিন পর্যন্ত একসাথেই ছিলেন তারা।