দিঘার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার তোরজোর শুরু, জগন্নাথ দেবের উদ্দেশ্যে পৌঁছোল মুখ্যমন্ত্রীর বাড়ির গাছের কাঁঠাল ও আম
আজ বুধবার জগন্নাথ দেবের স্নানযাত্রা। এদিন স্নানের পর আগামী ১৫ দিন জগন্নাথ দেব শারীরিক অসুস্থতার জন্য দর্শন দেবেন না। আর এই স্নানযাত্রা সহ রথযাত্রার তোরজোর শুরু হলো দিঘার জগন্নাথ মন্দিরে। জগন্নাথ দেবকে ১০৮ তীর্থের জল দিয়ে স্নান করানো হবে। আর সেই স্নানের বেদি মূল মন্দিরের দক্ষিণ পাশে করা হয়েছে। এখানেই জগন্নাথ দেবকে স্নান করানো হবে। … Read more