‘পোঙ্গলের ঘট থেকে, লোহরীর শিখা!’ সকল ভারতবাসীকে মকর সংক্রান্তিরশুভেচ্ছা জানালেন শ্রেয়া
কোথাও পোঙ্গল, কোথাও লোহরী, কোথাও আবার মকর সংক্রান্তি! সবমিলিয়ে এদিন গোটা ভারতবর্ষ জুড়ে কোনো না কোনো অনুষ্ঠান সম্পন্ন হয়। এবার সকলের উদ্দেশ্যেই তার শুভেচ্ছা জানালেন শিল্পী শ্রেয়া ঘোষাল! একগুচ্ছ ছবি পোস্ট করে সকলকে এই শুভদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আমাদের ভারতবর্ষ বিভিন্ন ভাষা, বিভিন্ন সংস্কৃতির দেশ। তাইতো একই অনুষ্ঠান বিভিন্ন রাজ্যে নানান নামে পরিচিত। সেরকমই একটি … Read more