‘পোঙ্গলের ঘট থেকে, লোহরীর শিখা!’ সকল ভারতবাসীকে মকর সংক্রান্তিরশুভেচ্ছা জানালেন শ্রেয়া

Picsart 25 01 14 17 51 31 924 CXeZlEyY3O ui057RKE1d

কোথাও পোঙ্গল, কোথাও লোহরী, কোথাও আবার মকর সংক্রান্তি! সবমিলিয়ে এদিন গোটা ভারতবর্ষ জুড়ে কোনো না কোনো অনুষ্ঠান সম্পন্ন হয়। এবার সকলের উদ্দেশ্যেই তার শুভেচ্ছা জানালেন শিল্পী শ্রেয়া ঘোষাল! একগুচ্ছ ছবি পোস্ট করে সকলকে এই শুভদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আমাদের ভারতবর্ষ বিভিন্ন ভাষা, বিভিন্ন সংস্কৃতির দেশ। তাইতো একই অনুষ্ঠান বিভিন্ন রাজ্যে নানান নামে পরিচিত। সেরকমই একটি … Read more

তারাপীঠ ঘুরে এসে পৌষ-পূর্ণিমার পুজোয় মেতে উঠলেন শ্রীময়ী! দেখুন ছবি

Picsart 25 01 14 09 20 49

তারাপীঠ থেকে ফিরে এসেই এবার পৌষ-পূর্ণিমার পুজোয় মেতে উঠলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। সম্প্রতি তারই একগুচ্ছ ছবি ও ভিডিও তিনি পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যেখানে দেখা যায় রাধাকৃষ্ণের আরাধনা করছেন তার মা। নানান ধরনের ভোগ সাজিয়ে যজ্ঞাহুতি দিয়ে রাধাকৃষ্ণের পুজো সম্পন্ন হয়েছে এদিন। হয়তো অনেকেই জানেন শ্রীময়ী ও কাঞ্চন ভীষণই ঠাকুরভক্ত। তাদের বাড়িতে বেশ … Read more

সাদা শার্টের ফাঁক থেকে বেবি বাম্প স্পষ্ট, মাতৃত্বের অনুভূতি ছবির মধ্যে দিয়ে সকলের সঙ্গে শেয়ার করলেন রূপসা

kmc 20250114 154836 UJisJQuJ2S

দুর্গা পুজোর প্রাক্কালে হঠাৎ করেই সাত পাকে বাঁধা পড়েন টলি পাড়ার অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। তার দীর্ঘদিনের বন্ধু সায়নদীপ সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। গত ৩রা অক্টোবর গোধুলী লগ্নে অগ্নিসাক্ষী করে বিয়ে সারেন তারা। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই সুখবর দেন রূপসা। জানান তাদের পরিবারে আসতে চলেছে ছোটো সদস্য। সেই ছোটো সদস্য আসার সময় … Read more

‘একই খেলা তবে স্তর উচ্চতর!’..কোন খেলার কথা বললেন এই টলি তারকা? জানুন

Picsart 25 01 13 14 50 12 484 nd6RLkn59H fEl07lrW2v

সম্প্রতি এবার খেলার উচ্চতর স্তরের কথা বললেন অভিনেত্রী নুসরত জাহান! এবার হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে কোন খেলার কথা বলেছেন তিনি? আসুন তাহলে সেই বিষয়েই খোলসা করে জানা যাক। হয়তো অনেকেই জানেন জন্মদিন উদযাপন করতে দুবাই পৌঁছেছিলেন নুসরত। সেখানে স্বামী, সন্তানের সাথে নিজের বিশেষ দিন উদযাপন করে দুবাইয়ের এদিক-ওদিক ঘুরে বেড়াচ্ছেন তারা। তারই একগুচ্ছ … Read more

বৃন্দাবন থেকে ফিরে এলেন বিরাট ও অনুষ্কা, গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে হালকা মেজাজে তারকা দম্পতি

kmc 20250113 154141 SunO7QbT2e

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল বিরাট ও অনুষ্কার প্রেমানন্দ গোবিন্দ শরণজি মহারাজের আশ্রমে দেখা করার ভিডিও। বৃন্দাবনে তারকা দম্পতি গিয়েছিলেন মহারাজের আশ্রমে। সেখান থেকে মুম্বাই ফিরে এসেছেন তারা। এবার মুম্বাইতে গেটওয়ে অফ ইন্ডিয়াতে ধরা দিলেন তারা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও বিপুল পরিমাণে ভাইরাল হয়েছে। তারকা দম্পতিকে একসঙ্গে দেখে সকলেই মোবাইলে ছবি ও ভিডিও তুলতে হাজির। এদিন … Read more

error: Content is protected !!